শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু  দৃষ্টি প্রতিবন্ধী মেধাবী ছাত্রী সালমার পাশে মানবিক ডিসি জাহিদুল ইসলাম  আড়াইহাজারে ভাবিকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত  ফতুল্লার মাসদাইরে শোভন গার্মেন্টসে আগুন  বিএনপির প্রার্থী মাসুদুজ্জামানকে ঠেকাতে ওসমানদের ঘনিষ্ঠ আবুল কালাম ও তার পুত্র আশার গোপন বৈঠক ডিসি জাহিদুল ইসলাম এর পরিচয় ও ছবি ব্যবহার করে প্রতারণা, যুবক আটক বন্দর মুসাপুরে বিএনপির প্রার্থী মাসুদুজ্জামানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ  ফতুল্লায় কথিত বিএনপি নেতার হামলায় ৩ সাংবাদিক আহত আপনারা দল করেন বিএনপি আর সেই দলের প্রার্থী হলেন মাসুদুজ্জামান: সজল বিএনপির প্রার্থী মাসুদুজ্জামানের পক্ষে ১৫ নং ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ 

দৃষ্টি প্রতিবন্ধী মেধাবী ছাত্রী সালমার পাশে মানবিক ডিসি জাহিদুল ইসলাম 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী মেধাবী ছাত্রী সালমা জেরিনের দিকে। বেসরকারি প্রাইম ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের এই ছাত্রীর হাতে জেলা পরিষদের পক্ষ থেকে একটি অত্যাধুনিক ল্যাপটপ তুলে দেন জেলা প্রশাসক।

নারায়ণগঞ্জের বাসিন্দা সালমা জেরিন এক কঠিন আর্থিক সংকটের মধ্য দিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। তার বাবা নেই, মা জটিল কিডনি রোগে আক্রান্ত এবং পরিবারের তিন ভাইবোনই দৃষ্টি প্রতিবন্ধী। ফলে নিয়মিত শ্রুতিলিপি লেখা, অনলাইন ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি ল্যাপটপ জোগাড় করা তাদের পরিবারের পক্ষে সম্ভব হচ্ছিল না।

জেলা প্রশাসকের মানবিক কার্যক্রমের কথা শুনে সালমা আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ে দেখা করেন। ব্যস্ত সময়সূচির মধ্যেও জেলা প্রশাসক দীর্ঘক্ষণ সময় দেন সালমাকে এবং তার পরিবারের দুরবস্থার কথা মনোযোগ দিয়ে শোনেন।

সালমা জেরিনের মেধা ও অধ্যবসায়ের প্রশংসা করে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, “সালমা বিশেষ চাহিদাসম্পন্ন হয়েও ইংরেজি বিষয়ের মতো কঠিন বিষয়ে পড়াশোনা করছে এবং তার ফলাফল অত্যন্ত ভালো। সমাজে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে আমাদের সবাইকে দাঁড়ানো উচিত। তারা সমাজের বোঝা নয়, বরং সম্পদ। সালমা, তুমি নিজেকে কখনো অসহায় ভাববে না—আমরা তোমার পাশে আছি।”

ল্যাপটপ পেয়ে উচ্ছ্বসিত সালমা জেরিন বলেন, “আমাদের পরিবারের আর্থিক দুরবস্থার কারণে আমার পক্ষে নিজে থেকে একটি ল্যাপটপ কেনা সম্ভব ছিল না। ডিসি স্যার ল্যাপটপ সরবরাহ করায় আমার শিক্ষাজীবন ও ভবিষ্যৎ কর্মসংস্থানের পথ সহজ হবে।”

একই অনুষ্ঠানে জেলা প্রশাসক স্থানীয় সাংবাদিকদের পেশাগত কাজে ব্যবহারের জন্য দুটি অত্যাধুনিক কম্পিউটার ও প্রিন্টার উপহার দেন। এসময় তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে সমাজের ইতিবাচক দিক নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, “মাদকবিরোধী গণসচেতনতা তৈরি ও মাদক প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখতে হবে। পাশাপাশি সমাজে ঘটে যাওয়া ভালো ঘটনাগুলোও তুলে ধরতে হবে। আমরা সবাই উন্নত দেশ, শহর ও জীবন চাই, কিন্তু নাগরিক হিসেবে উন্নত মানসিকতা গড়ে তোলাও জরুরি।”

“বিদেশি সংবাদপত্রের প্রথম পাতায় কোনো নেতিবাচক খবর থাকে না। আমাদের দেশেও অপরাধের খবর অবশ্যই প্রকাশ করতে হবে, তবে সমাজের ইতিবাচক দিকগুলো তুলে ধরলে মানুষ অনুপ্রাণিত হবে।”

এ সময় উপস্থিত সাংবাদিকরা জেলা প্রশাসকের ‘গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ উদ্যোগ এবং নারায়ণগঞ্জ পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণে তার প্রচেষ্টার প্রশংসা করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।