নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
জহিরুল ইসলাম বিদ্যুৎ :
আর্তমানবতার সেবায় সামাজিক উন্নয়নে এগিয়ে আসার প্রত্যয়ে সাথে থাকুন পাশে পাবেন স্লোগানে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ২৩ ডিসেম্বর সোমবার দিনব্যাপী নারায়ণগঞ্জ শহরের চৌরঙ্গি পার্কে বিজয় উৎসব করেছে স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন মানব কল্যাণ পরিষদ। অনুষ্ঠানে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে একজন বিধবা নারীকে সেলাই মেশিন ও একজন বেকারগ্রস্থ পুরুষকে আর্থিক অনুদান হিসেবে নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়।
মানব কল্যাণ পরিষদ এর পক্ষ থেকে মহান বিজয় দিবস ২০২৪ অনুষ্ঠানে দক্ষ সংগঠক হিসেবে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎকে গুনীজন সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় মানব কল্যান পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন মশিউর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার তথ্য অফিসার মোঃ কামরুজ্জামান,, নারায়ণগঞ্জ জেলা সমাজসেবা অফিসের সহকারি পরিচালক মোঃ সোলেমান হোসেন৷ নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ খোরশেদ আলম, নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তর পরিচালক এ এইচ এম রাশেদ, নারায়ণগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক মোঃ জামাল হোসাইন৷ নারায়ণগঞ্জ জেলা সরকারি গ্রন্থাগার অফিসের লাইব্রেরিয়ান দেবাশীষ ভদ্র, নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আ ম মাসুদ মজুমদারসহ অনেক উদ্যোক্তা, সংগঠক, গুনীজন ও স্বেচ্ছাসেবকরা প্রমুখ।
Leave a Reply