নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, “আমি নেতাকর্মীদের অনুরোধ করবো, আমাদের দলে যেন কোনো ভেদাভেদ না থাকে, প্রার্থীতা নিয়ে দুশ্চিন্তাও না থাকে। এটি দলের সিদ্ধান্তের বিষয়। আমরা ধানের শীষের পক্ষে আছি, থাকবোও। তাই সবাই ধৈর্য ধরুন, ইনশাআল্লাহ আমরা সফল হবো।”
শুক্রবার (২৪ অক্টোবর) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৬ ও ১৭ নং ওয়ার্ডে বিএনপির রাষ্ট্র সংস্কারে ৩১ দফা প্রচারণায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
অ্যাডভোকেট আবুল কালাম বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা ঘোষণা করেছেন। আজ আমি পাইকপাড়া ও বাবুরাইল এলাকায় এই ৩১ দফা নিয়ে প্রচারণা চালিয়েছি, কারণ এই ৩১ দফাতেই রয়েছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের কল্যাণের প্রতিশ্রুতি।”
তিনি আরও বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে নারায়ণগঞ্জ-৫ আসনে ব্যাপক উন্নয়ন করেছিলেন। আগামীতে আমরা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবো।”
প্রচারণা শেষে ১৬ নং ওয়ার্ডে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আবুল কালামের তত্ত্বাবধানে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আমিনুর ইসলাম মিঠুর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশার ওষুধ ছিটানোর কার্যক্রম উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবুল কাওছার আশা, মো. আওলাদ হোসেন, সাবেক কাউন্সিলর হান্নান সরকার, সাবেক কাউন্সিলর সুলতান আহমদ, মোহাম্মদ হোসেন কাজল, হাজী সোহেল আহমেদ, জাহাঙ্গীর বেপারি, সুজন মাহমুদ, পারভেজ আলম, মনসুর উদ্দিন পলিন, সোলেমান সরকার, মনির হোসেন, আবুল হোসেন সরদার, মো. খোকা, তোফাজ্জল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
Leave a Reply