নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
দুস্থ ও সুবিধাবঞ্চিত ছেলে শিশুদের কল্যাণে নারায়ণগঞ্জের তল্লা গঞ্জে আলী শাহ্ রোড গোর কমিটির উদ্যোগে বিনামূল্যে সুন্নাতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে গোর কমিটির ১৭তম বার্ষিকী উপলক্ষে গঞ্জে আলী শাহ্ রোড রেললাইন সংলগ্ন এলাকায় এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গোর কমিটির সভাপতি মনির হোসেন সরদার। তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং মানবিক দায়বদ্ধতা থেকেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন গঞ্জে আলী শাহ্ রোড গোর কমিটির যুবকবৃন্দ। অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে শিশুদের সুন্নাতে খৎনা সম্পন্ন করা হয়।
এ সময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থেকে এই উদ্যোগকে স্বাগত জানান।
Leave a Reply