নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য আবুল বাশার বাদশা খাঁন।
মঙ্গলবার (২২ জুলাই) এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ ও সমবেদনা জানান।
বিবৃতিতে বাদশা খাঁন বলেন, উত্তরায় ভয়াবহ ও মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন প্রায় শতাধিক। তিনি যুবদলের পক্ষ থেকে উদ্ধার কার্যক্রমে অংশ নিতে সকলের প্রতি আহবান জানান।
উল্লেখ্য, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর এফ -৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে। এরপরই সেটি বিধ্বস্ত হয়। বিমানটি মাইলস্টোন স্কুলের হায়দার হল নামের একটি ভবনের ক্যানটিনের ছাদে গিয়ে আছড়ে পড়ে বলে জানা গেছে।
এ ঘটনায় অন্তত ২৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত ১৬৪ জনকে নেওয়া হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। এছাড়া আহত চারজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।
Leave a Reply