নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
জুলাই গণ-অভ্যুত্থান ও ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় আয়োজিত বিজয় র্যালিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এক বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছে। বুধবার (৬ আগস্ট) দুপুরে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে এই বিশাল মিছিলটি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কর্মসূচিতে যোগ দেয়।
এদিন দুপুর থেকেই মহানগরীর বিভিন্ন থানা ও ইউনিয়ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী রাজধানীতে সমবেত হতে শুরু করেন। পরে অ্যাডভোকেট সাখাওয়াত ও টিপুর নেতৃত্বে মিছিলটি ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নয়াপল্টনে মূল র্যালির সঙ্গে একীভূত হয়। নেতাকর্মীদের স্লোগানে মুখরিত ছিল রাজপথ, যা সরকারবিরোধী আন্দোলনে তাদের দৃঢ় অবস্থান জানান দেয়।
মিছিলটিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, এবং আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান, মাহবুব উল্লাহ তপন, বরকত উল্লাহ, হাবিবুর রহমান মিঠু, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক এবং মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ আন্দোলনকে আরও বেগবান করার বার্তা দিতেই এই বিজয় র্যালির আয়োজন করা হয়েছে। র্যালিটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এবং এতে ঢাকা বিভাগের বিভিন্ন জেলার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
Leave a Reply