রবিবার, ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ফ্যাসিস্ট শামীম ওসমান ও হাসিনার পুলিশের বিরুদ্ধে রাজপথে লড়াই করেছি আমরা: খোরশেদ আমাদের প্রধান কাজ হলো সবাইকে ঐক্যবদ্ধ রাখা: অ্যাড. সাখাওয়াত  মানুষের অসাধ্য কিছু নেই,মনোবল দৃঢ় থাকলে সফলতা আসবেই: জাহিদুল ইসলাম  এমপি হই বা না হই, আমি আপনাদের জন্য কাজ করব: মাসুদুজ্জামান  ডেঙ্গু রোগীদের সঠিকভাবে চিকিৎসা সেবা দিতে পারছে না হাসপাতালগুলো: মামুন মাহমুদ  আমরা শুধু কদম রসুল সেতুর দাবি নয়, বন্দরের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করব: মাসুদ আমরা নারায়ণগঞ্জে রাজনীতি করি  আমাদের কাছে সবার আগে এই নারায়ণগঞ্জ: রাজীব সিদ্ধিরগঞ্জে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে এক গৃহবধূর আত্মহত্যা রাষ্ট্রের শাসক হতে চায় না, দেশের সেবক হতে চায়: খোরশেদ  তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবো: আবুল কালাম 

ডেঙ্গু রোগীদের সঠিকভাবে চিকিৎসা সেবা দিতে পারছে না হাসপাতালগুলো: মামুন মাহমুদ 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার’ বার্তা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সোনারগাঁয়ে পরিচালিত হলো বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্প। শনিবার (২৫ অক্টোবর) পঞ্চমী ঘাট উচ্চ বিদ্যালয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের ব্যবস্থাপনায় দিনব্যাপী এই স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এখানে ৯ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় বিনামূল্যে চিকিৎসা সেবা দেন। এর পাশাপাশি, ক্যাম্পে আসা রোগীদের প্রয়োজনীয় ঔষধপত্র এবং চশমাও বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

পঞ্চমী ঘাট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক মনিরুজ্জামান ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “দেশের চিকিৎসা ব্যবস্থা পিছিয়ে গিয়েছে। প্রান্তিক মানুষের কাছে এই সেবা পৌঁছানোর জন্য আমার পক্ষ থেকে এই ক্ষুদ্র চেষ্টা।”

তিনি ঘোষণা করেন, এই কার্যক্রম সোনারগাঁয়ের প্রতিটি ইউনিয়নে চলমান থাকবে। বিএনপির ৩১ দফার প্রতিধ্বনি করে তিনি বলেন, “আমাদের নেতা তারেক রহমান বলেছেন, ৩১ দফা বাস্তবায়ন হলে সবার জন্য স্বাস্থ্য ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হবে।”

বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার কড়া সমালোচনা করে মামুন মাহমুদ বলেন, “বর্তমানে কিন্তু ডেঙ্গুর আবির্ভাব ঘটেছে। ডেঙ্গু রোগীদের কিন্তু সঠিকভাবে চিকিৎসা সেবা দিতে পারছে না হাসপাতালগুলো। তখন বোঝা যায় কী ধরনের অব্যবস্থাগুলো রয়েছে আমাদের হাসপাতালগুলোতে।” তিনি করোনা টিকা নিয়ে দুর্নীতির অভিযোগ এবং দেশ থেকে ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচারের বিষয়েও মন্তব্য করেন।

বিএনপির আহ্বায়ক চিকিৎসক দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এখানে যারা চিকিৎসক বিশেষজ্ঞরা রয়েছেন তারা সবাই জাতীয়তাবাদের ডাক্তার। এখানে যদি আপনাদের চিকিৎসা সেবা পেতে কোনো ধরনের সমস্যা হয়, তাহলে আমাদেরকে জানাবেন। আমি আগামী সপ্তাহে আরেকটি চিকিৎসা সেবা ক্যাম্প চালু করব… আমরা শুধু কথার মধ্য দিয়ে না, কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতা-কর্মী মানুষের পাশে থাকার চেষ্টা করেন।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জনাব কামরুজ্জামান ভুইয়া মাসুম, নারায়ণগঞ্জ জেলা বেসরকারি ক্লিনিক মালিক সমিতির সভাপতি ডা: মজিবুর রহমান, সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজ এর সহযোগিতা অধ্যাপক বদরুন নাহার, বিশিষ্ট চর্মরোগ ও বার্ণ প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ ডা: আমিনুল ইসলাম এবং মুগধা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা: মো: ফরহাদ হাসান চৌধুরী।

এছাড়াও জেলা বিএনপি, মহানগর শ্রমিক দল, উপজেলা বিএনপি, তাঁতীদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।