বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,
শিরোনামঃ
আড়াইহাজারে গরুবাহী পিকআপ ভ্যান খাদে পড়ে ১ জন নিহত শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার  লিফলেট বিতরণের সময় আওয়মীলীগের ৪ জন গ্রেফতার, ১ দিনের রিমান্ডে  টানা ৩য় দিনের মতো যানজট নিরসনে ফুটপাত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিবহন শ্রমিক আশিক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী ৩ দিনের রিমান্ডে  সিদ্ধিরগঞ্জে স্বামীর গোপনাঙ্গ কর্তন করলো স্ত্রী পর্দানশীল নারীদের ছবি ছাড়া জাতীয় পরিচয় পত্র দেয়া বাধ্যতামূলক করতে মানববন্ধন  নরসিংদী ছাত্রলীগের ১০ নেতা ব্যানার-ফেস্টুনসহ রূপগঞ্জে আটক হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই: সাখাওয়াত হোসেন  স্বৈরাচারেরা যদি কোনরকম ষড়যন্ত্র করে তাহলে তাদেরকে রাজপথে মোকাবেলা করবো: গিয়াসউদ্দিন 

টানা ৩য় দিনের মতো যানজট নিরসনে ফুটপাত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

নগরীতে টানা ৩য় দিনের মতো যানজট নিরসনে ফুটপাত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তারের নেতৃত্বে শহরের নবাব সিরাজ-উদ-দৌলা সড়ক, বঙ্গবন্ধু সড়ক ও মীর জুমলা সড়কে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে অবৈধভাবে পার্কিং করা তিনটি প্রাইভেট কারকে অর্থ জরিমানা ও ছয়টি মোটরসাইকেল জব্দ করা হয়। পাশাপাশি, ফুটপাত দখল করে রাখা ভাসমান দোকানপাট উচ্ছেদ করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার বলেন, আমরা ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং এটি চলমান থাকবে। জনগণের চলাচল নির্বিঘ্ন করতে আইন প্রয়োগ করা হবে।

অভিযানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম, জেলা কার্যালয় বিআরটিএ মোটরযান পরিদর্শক সাইফুল কবির, বিজিবি ও জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

এর আগে, রবিবার সিনিয়র সহকারী কমিশনার মো. মোনাববর হোসেন নেতৃত্বে ও সোমবার সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তারের নেতৃত্বে নগরীতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

প্রথম দিনে বেলা সাড়ে ১১টার শহরের বঙ্গবন্ধু সড়ক, নবাব সলিমুল্লাহ রোড ও মিরজুমলা রোডে অভিযান পরিচালনা করা হয়। সে অভিযানে তিনটি সিএনজি ডাম্পিংয়ে পাঠানো হয় এবং সড়কে বালু-পাথর রাখায় অপরাধে একজনকে জরিমানা করা হয়।

দ্বিতীয় দিনে বিকেলে নগরীর নবাব সিরাজ-উদ-দৌলা সড়ক, মীর জুমলা সড়ক, শায়েস্তা খাঁ সড়ক এবং বঙ্গবন্ধু সড়কে অভিযান পরিচালিত হয়। অভিযানে রাস্তায় অবৈধভাবে পার্কিং করা চারটি মোটরসাইকেল জব্দ করা হয়। পাশাপাশি, ফুটপাত দখল করে রাখা ভাসমান দোকানপাট উচ্ছেদ করা হয় এবং কিছু মালামাল সিটি করপোরেশনের কাছে পাঠানো হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।