কোনো প্রার্থীর চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চ্যালেঞ্জের কোনো প্রশ্নই আসে না। যত বড় প্রার্থীই হোক না কেন, বিএনপির ধানের শীষ ও জমিয়তের খেজুর গাছের সামনে কাউকেই প্রতিদ্বন্দ্বিতার উপযুক্ত মনে করি না।
দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ স্বতন্ত্র প্রার্থী হলে দল ব্যবস্থা নেবে কি না—এমন প্রশ্নে কাসেমী বলেন, গণতান্ত্রিক দেশে যেকোনো নাগরিক স্বতন্ত্রভাবে নির্বাচন করতে পারেন। সেই অধিকারকে সম্মান করা হয়। তবে দলের শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সিদ্ধান্ত দল নেবে।
এ সময় জমিয়তে উলামায়ে ইসলামের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা শোডাউনে অংশ নেন।
উল্লেখ্য, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নারায়ণগঞ্জ-৪ আসনের জোট প্রার্থী হিসেবে মুফতি মনির হোসেন কাসেমীর নাম ঘোষণা করেন।




Leave a Reply