রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের প্রত্যাশা কী?সেটি উপলব্ধি করতে হবে: গিয়াসউদ্দিন  আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধে এক ট্রলার চালককে পিটিয়ে হত্যা ফতুল্লায় ছোট দুই ভাইয়ের পর বড় ভাইয়ের আত্মহত্যা রূপগঞ্জে বিস্ফোরক মামলায় সাবেক কাউন্সিলর গ্রেফতার  তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য ৮ নং ওয়ার্ডে লিফলেট বিতরণ মায়ের আঁচল সংগঠনের  ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত চুরি হওয়া অর্ধকোটি টাকার জিন্সের কাপড় উদ্ধার বাংলার মানুষকে কখনো এক পাল্লায় বেঁধে রাখা যায়নি: পুলিশ সুপার তোফাজ্জল ভাইয়ের মতো সাংবাদিক থাকলে গডফাদার-মাদার সৃষ্টি হবে না; সন্ত্রাস-দখলদারিত্ব থাকবে না : এড.টিপু জেলা শিল্পকলায় প্রয়াত সাংবাদিক তোফাজ্জল হোসেন স্মরণে শোক সভা অনুষ্ঠিত 

জেলা শিল্পকলায় প্রয়াত সাংবাদিক তোফাজ্জল হোসেন স্মরণে শোক সভা অনুষ্ঠিত 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

হে কলম যোদ্ধা, হে প্রিয় মুখ, অকালে চলে গেলে আমাদের ছেড়ে যে খানে থেকো ভালো থাকো, এই প্রত্যাশা রইল মহান আল্লাহর কাছে।” বেদনাদায়ক এই বাণীর মধ্য দিয়ে ‘দারুল ইশাবা হোসাইনিয়া খানকা শরীফ’র আয়োজনে প্রয়াত সাংবাদিক মো. তোফাজ্জল হোসেনের স্মরণে শোক সভার করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে বাদ যোহর নারায়ণগঞ্জ শিল্প কলা একাডেমীতে ওই সভার অনুষ্ঠিত হয়েছে।

এ সময় প্রয়াত সাংবাদিক মো. তোফাজ্জল হোসেন’র স্মরণে কোরআন খতম, দোয়া ও আলোচনা করা হয়। সভায় উপস্থিত বক্তা ও প্রয়াত সাংবাদিক তোফাজ্জল হোসেন’র সহ কর্মীরা তার সাথে কাটানো স্মৃতিময় সময় স্বরণ করেন।

সভায় প্রয়াত সাংবাদিক মো. তোফাজ্জল হোসেন’র বড় ছেলে মো. সবুজের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ, দৈনিক সংবাদ এর চিফ রিপোরর্টার সালাম জুবায়ের, প্রবিন সাংবাদিক আবুল হোসেন, সাংবাদিক নুরুল ইসলাম নুরু,দৈনিক অগ্রবাণীর সম্পাদক স্বপন চৌধুরী, জাতীয় দৈনিক সমকালের জেলা প্রতিনিধি শরিফ উদ্দিন সবুজ, মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ফতেহ মো. রেজা রিপন, ১৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদ রানাসহ জেলার বিভিন্ন পর্যায়ে সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমদ বলেন, সাংবাদিক তোফাজ্জল এর যে জিবন, এটা নিয়ে অল্প কথা বলে শেষ করা যাবে না। বহু প্রতিভার অধিকারী ছিলেন সাংবাদিক তোফাজ্জল। মানুষ হিসেবে সবার দুইটা দিক আছে। কেউ তাকে অনেক পছন্দ করতো, আবার কেউ হয় তো তাকে পছন্দ নাও করতে পারে। আমার মনে হয়, তোফাজ্জলকে পছন্দ করতো না, এমন মানুষ পাওয়া কঠিন। ৮ম শ্রেনি থেকে তোফাজ্জল আমার সাথেই থাকতো। তোফাজ্জলের আচরণ, তার জিবন, তার কার্যক্রম; সব কিছু মিলে মানুষ তোফাজ্জলকে স্মরণ করবে। আমরা এখানে যারা আছি, তোফাজ্জলের জিবন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমরা অন্যায়কে কখনো মেনে নেই নাই। তোফাজ্জল ভাইও মেনে নেন নাই। অন্যায়কে মুখের উপর প্রতিবাদ করার মতো একজন লোক ছিলেন তোফাজ্জল ভাই। আপনার চাওয়া-পাওয়ার কিছু না থাকলে আপনার কলম থেমে থাকবে না। আপনাকে কেউ থামিয়ে রাখতে পারবে না। তোফাজ্জল ভাই ছাত্র জীবন থেকে প্রতিবাদী ছিলেন, স্পষ্টবাদী ছিলেন। কখনো কোন প্রতিবন্ধকতা তাকে দাবিয়ে রাখতে পারে নাই। একসময় সত্য লেখার কারনে গডফাদাররা তাকে ধরে নিয়ে নির্যাতন করে জেলে পাঠিয়ে দিয়েছিলেন। যেই কোন সংবাদ সংগ্রহ করতে উনি রিকশা দিয়ে যেতে না পারলে, হেটে যেতেন; কেননা উনার মুল উদ্দেশ্য ছিলো সংবাদ সংগ্রহ করা ও পরিবেশন করা। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন মারা যান, তখন তার জানাজায় লাখ লাখ মানুষ উপস্থিত হয়েছিলেন। কারণ, তার প্রতি মানুষের শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতাবোধ ছিলো। অপরদিকে আরেকজন নেতা মারা গিয়েছিলেন ১৯৭৫ সালে, জানাজা দেওয়ার লোকও ছিলো না।

সাংবাদিকদের উদ্দেশ্যে টিপু বলেন, যাই করবেন দায়িত্ব নিয়ে করবেনা। অন্যায় এর বিরুদ্ধে প্রতিবাদ করবেন, ইচ্ছাকৃত ভাবে কিছু করবেন না। আমি যা করি তাই লিখবেন। আমি অপরাধ করলে সেটা লিখবেন, আমি ভালো কাজ করলে সেটাও লিখবেন। আমি মনে করি, তোফাজ্জল ভাইয়ের মতো সাংবাদিক নারায়ণগঞ্জে আরো প্রয়োজন। তার মতো সাংবাদিক থাকলে আর কোন গডফাদার সৃষ্টি হবে না, গডমাদার সৃষ্টি হবে না; সন্ত্রাস-দখলদারিত্ব থাকবে না। সাংবাদিকতা আর রাজনীতি করতে গেলে কেউ খুশি হবে আবার কেউ নারাজ হবেই। তোফাজ্জল ভাই যদি কাউকে কোন কষ্ট দিয়ে থাকলে তাকে ক্ষমতা করে দিবেন। তার মতো নির্লোভ মানুষ সমাজে খুব কম।

দৈনিক সংবাদ এর চিফ রিপোরর্টার সালাম জুবায়ের বলেন, এমন শোক সভায় দাঁড়ালে স্মৃতি ভারাক্রান্ত হয়ে যাই। আল্লাহ আমাদের অনেককেই ডেকে নিয়ে যাচ্ছে। যার যতটুকু আয়ু, আমরা ততটুকুই থাকবো। কিন্তু আমাদের কর্মই মানুষের মধ্যে স্বরণীয় হয়ে থাকবে। তোফাজ্জল এমন একজন মানুষ ছিলেন যে, তার ব্যবহার আচার আচরণে তাকে মনে না রেখে কোন উপায় নেই। আমাদের কর্ম আদর্শ দিয়ে যেমন আমরা চলতে পারি, তেমনি সমাজেরও উপকার করতে পারি। বর্তমান সমাজে যে অস্থিরতা, নীতিহিনতা, অরাজকতা দেখলে মাঝে মাঝে ভালো কিছু মানুষের কথা মনে পড়ে। তারা যদি কিছুদিন থাকতো তাহলে হয়তো তাদের ভালো কাজ দিয়ে, আমাদের ধাবিত করতে পারতো। আমরা যত বড় বড় কথা বলি তার চেয়ে আসলে আমাদের বেশী কাজ করা দরকার।

সভা শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমদ দোয়ার মাধ্যমে, প্রয়াত সাংবাদিক মো. তোফাজ্জল হোসেন’র জন্য দোয়া ও মুনাজাত করেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।