নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের লাকীবাজার এলাকায় দীর্ঘদিন ধরে অব্যবহৃত পুকুর পাড়ে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করে স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীবের নির্দেশে ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা জীবনের সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এই রাস্তা পরিষ্কার অভিযান। এতে স্থানীয় নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। ময়লা বর্জ্যে পুকুরটি প্রায় ভরাট হয়ে যাওয়ায় ময়লা আবর্জনা রাস্তায় এসে ঠেকেছিলো। যা বর্ষা মৌসুমে পানির প্রবাহ ব্যাহত হতো এবং আশপাশের এলাকায় সৃষ্টি হতো জলাবদ্ধতা সেই সাথে মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হতো।
এলাকাবাসী জানায়, রাস্তা দখলে থাকা ময়লা-আবর্জনা সরানোর বিষয়টি বহুবার স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অবশেষে মাসুকুল ইসলাম রাজীবের নির্দেশে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা নিজ উদ্যোগে পুকুর পাড় সহ রাস্তা পরিষ্কার করায় তারা স্বস্তি পেয়েছেন।
স্থানীয় বাসিন্দা আব্দুল করিম বলেন, আমাদের এলাকার এই রাস্তাটি বহু বছর ধরে ময়লায় ভর্তি ছিল। বৃষ্টি হলে ময়লা পানিতে রাস্তা বন্ধ হয়ে থাকতো। রাজীব ভাইয়ের নির্দেশে স্বেচ্ছাসেবক দলের তরুণরা নিজেদের শ্রমে ময়লা পরিষ্কার করে দিয়েছে, এজন্য আমরা কৃতজ্ঞ।
স্বেচ্ছাসেবক দলের নেতা জীবন বলেন, আমরা রাজীব ভাইয়ের নির্দেশে এলাকার মানুষের ভোগান্তি কমাতে এই উদ্যোগ নিয়েছি। বিএনপি সবসময় জনগণের পাশে আছে, এই কাজ তারই প্রতিফলন।
ময়লা আবর্জনা পরিষ্কার কার্যক্রমে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা সৌরভ, আলমগীর, সাকিব, রাকিব, চন্দন, সাইদসহ স্থানীয় তরুণ সমাজ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এলাকাবাসীর দাবি, রাজীবের নেতৃত্বে এমন উদ্যোগ এলাকাবাসীর মধ্যে আশা জাগিয়েছে। তারা আশা করছেন, ভবিষ্যতেও বিএনপির নেতারা সাধারণ মানুষের সমস্যা সমাধানে এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন।
Leave a Reply