নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
নারায়ণগঞ্জ ২৫ মার্চ ২০২৫ (১১ চৈত্র ১৪৩১ রোজ মঙ্গলবার নারায়ণগঞ্জ
জেলা তথ্য অফিসের উদ্যোগে নারায়ণগঞ্জের ডিআইটি জিম খানা কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদরাসা মিলনায়তনে সকাল ১১.০০ টায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সর্ম্পকে স্মৃতিচারণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: মাশফাকুর রহমান বলেন “৭১ আমাদের মূল ভিত্তি এবং যারা আমাদের এ স্বাধীনতা এনে দিয়েছেন-তাদের সবসময় কৃতজ্ঞচিত্তে স্মরণ করা উচিত। আমাদের যদি কখনও দেশের জন্য আত্নহুতি দিতে হয়, তাহলে ভবিষ্যত প্রজন্মও আমাদের মনে রাখবে।”
জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, উপপরিচালক ইসলামিক ফাউন্ডেশন মুহাম্মদ জামাল হোসাইন, কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদরাসার সুপারিন্টেন্ডেট মাওলানা মাঈনুল হাসান,সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ ও গণ্যমান্য ব্যক্তিগণ সহ সাংবাদিক প্রতিনিধি ও মাদ্রাসা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply