শনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
আমি আপনাদের নিরাপত্তার দায়িত্ব নিতে চাই: মোহাম্মদ শাহআলম  যখনই জাতি সংকটে পড়ে, তখন জনগণের ঐক্যই মুক্তির পথ দেখায়: মান্নান  ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সজল-সাহেদের নেতৃত্বে বিশাল র‍্যালি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যুবদল নেতা রিয়াদ ও আপনের নেতৃত্বে বিশাল র‍্যালি বিশাল শোডাউন করে নারায়ণগঞ্জে তাক লাগিয়ে দিলেন ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান  জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ফতুল্লা থানা বিএনপির বর্ণাঢ্য র‌্যালি পেশিশক্তি, কালো টাকার মাফিয়া, দুর্বৃত্তদের পেছনে স্লোগান দিয়ে রাজনীতি করার দিন শেষ: নুরুল হক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাবেক এমপি গিয়াসউদ্দিনের তাক লাগানো র‍্যালির বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা চেষ্টায় শামীম ওসমানসহ ৮০ জনের বিরুদ্ধে মামলা শহরে ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামানের পক্ষে আনু’র গণসংযোগ ও লিফলেট বিতরণ 

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাবেক এমপি গিয়াসউদ্দিনের তাক লাগানো র‍্যালির

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু বিএনপির প্রতিষ্ঠাতাই নন—তিনি এমন এক আদর্শের বীজ বপন করেছেন যে জন্য সমগ্র জাতি কৃতজ্ঞ। পাশাপাশি তিনি প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়াকে তাঁর দিকনির্দেশনা ও নেতৃত্বের জন্য শ্রদ্ধা জানিয়ে বলেছেন, তিনবার প্রধানমন্ত্রী হিসেবে তিনি অসামান্য উন্নয়নের ধারা গড়ে তুলেছেন।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তিনি সিদ্ধিরগঞ্জের বটতলা থেকে শুরু হওয়া র‍্যালির আগে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন। র‍্যালিটি বটতলা থেকে শিমরাইল, মৌচাক, সানারপাড়, কাঁচপুর, মদনপুর, মোগড়াপাড়া হয়ে আবারো সিদ্ধিরগঞ্জে এসে শেষ হয়। র‌্যালিতে প্রায় চার শতাধিক গাড়ির বিশাল বহর অংশ নেয়; নেতাকর্মীদের হাতে দলীয় ও জাতীয় পতাকা ও নানা ধরণের ফেস্টুন ছিল।

মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, “১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী জনতার ঐক্য দেশের বিরোধী চক্রান্তের অবসান ঘটিয়েছে। আমাদের প্রিয় নেতাকে বন্দী অবস্থা থেকে মুক্ত করে দেশের দায়িত্ব অর্পণ করা হয়েছিল—সেই দিন থেকেই ৭ নভেম্বর পালন করা হচ্ছে।” তিনি আরও বলেন, “গত ১৬ বছরে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা রাজপথে সংগ্রাম করেছি; অনেক রক্ত ঝরেছে, গুম-খুন ও নির্যাতনের শিকার হতে হয়েছে।”

র‍্যালিকে সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মো. মাজেদুল ইসলাম। অন্যান্য উপস্থিত ছিলেন—সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, থানা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর জি. এম. সাদরিল, সহ-সভাপতি মোস্তফা কামাল, সহ-সভাপতি সেলিম মাহমুদ, সহ-সভাপতি ডি.এইচ. বাবুল, সহ-সভাপতি এ্যাড: মাসুদুজ্জামান মন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্ম-সম্পাদক কামরুল হাসান শরীফ, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, দপ্তর সম্পাদক ডা. মাসুদ করিম, শ্রম-বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব কায়সার রিফাতসহ ১ থেকে ১০ নং ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।