রবিবার, ৩রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার  গণসংহতি আন্দোলনের ৮ নং ওয়ার্ডের কমিটি গঠন বন্দরে ছোট ভাইয়ের স্ত্রীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা, ঘাতক বড়ভাই থানায় গিয়ে আত্মসমর্পণ  ফেসবুক লাইভে এসে পিটিয়ে ও কুপিয়ে হত্যা, অভিযুক্ত শাহীন আটক অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি পেলেন সদর ইউএনও জাফর সাদিক, নতুন ইউএনও তাছলিমা শিরিন জলাবদ্ধতা নিরসনে উপদেষ্টার বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান প্রবীণদের অভিজ্ঞতা আর তরুণদের উদ্যম, এই দুই মিলে আমরা পরিকল্পিত নগর গড়তে চাই: মাসুদুজ্জামান বন্দরে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ মহানগর বিএনপির রূপগঞ্জে এক প্রবাসী নারীর ঝুলন্ত লাশ উদ্ধার  ডিবি পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ী অপহরণ, ৯ ঘন্টা পর উদ্ধার 

জলাবদ্ধতা নিরসনে উপদেষ্টার বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

নারায়ণগঞ্জের ডিএনডি বাঁধের অভ্যন্তরে বসবাসরত প্রায় ৩০ লাখ মানুষ দীর্ঘদিন ধরে ভয়াবহ জলাবদ্ধতার ভোগান্তিতে রয়েছেন। চলতি বর্ষা মৌসুমে টানা বৃষ্টিপাতের কারণে ঘরবাড়ি, রাস্তা-ঘাট, হাটবাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয় পানিতে তলিয়ে গেছে।

এ অবস্থায় সরকারের দ্রুত হস্তক্ষেপ দাবি করে রোববার (৩ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক, নারায়ণগঞ্জের মাধ্যমে পাঠানো এ স্মারকলিপিতে স্বাক্ষর করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ডিএনডি এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য ২০২৪ সালের ১ অক্টোবর এবং ২০২৫ সালের ২৫ মে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছিল। অনুলিপি জেলা প্রশাসকের কাছেও পাঠানো হয়। কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন,
“মানুষের দুর্ভোগ সীমা ছাড়িয়ে গেছে। ক্ষোভ বিস্ফোরিত হওয়ার আগেই সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

তিনি আরও জানান, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের সময় ডিএনডি এলাকায় অতিরিক্ত পাম্প স্থাপনের মাধ্যমে সাময়িকভাবে মানুষের দুর্ভোগ কমানো হয়েছিল। কিন্তু ২০০৭ সালের পর থেকে আর কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে লাখো মানুষ বছরের পর বছর তীব্র ভোগান্তি ও ক্ষোভ নিয়ে বসবাস করছে।

স্মারকলিপিতে ডিএনডি এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে দুই দফা দাবি জানানো হয়েছে—

১. অবিলম্বে ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে জলাবদ্ধতা দূর করা।

২. স্থায়ী সমাধানের জন্য দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।