বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
মাদক বিরোধী বক্তব্য দেওয়ায় বন্দরে ইসলামী আন্দোলনের নেতা মামুনকে কুপিয়ে হত্যার চেষ্টা যদি কেউ দেশ নিয়ে ষড়যন্ত্র করে ছিনিমিনি খেলতে চায় আমাদের নেত্রী তা হতে দেবেন না: গিয়াসউদ্দিন নারায়ণগঞ্জের মানুষ যেন সবুজ পরিবেশে স্বস্তিতে শ্বাস নিতে পারে, সে লক্ষ্যেই আমরা কাজ করছি:ডিসি সিদ্ধিরগঞ্জে আরোও ৪ টিকে হত্যা মামলা দায়ের  বন্দরে স্কুলছাত্রী এক কিশোরীকে ধর্ষণ ; ধর্ষক গ্রেপ্তার  নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফতুল্লা প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা কোনো গডফাদার, ভূমিদস্যু, চাঁদাবাজের জন্ম হতে দেয়া যাবে না: মামুন মাহমুদ  সোনারগাঁয়ে চাঞ্চল্যকর ফাতেমা হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত নান্টুকে গ্রেপ্তার  জনগণের ইচ্ছাই নির্ধারণ করবে কে রাষ্ট্রক্ষমতায় আসবে: শামসুজ্জামান দুদু নারায়ণগঞ্জ জেলায় চালু হয়েছে সকল ধরনের অনলাইন জিডি কার্যক্রম

জনগণের ইচ্ছাই নির্ধারণ করবে কে রাষ্ট্রক্ষমতায় আসবে: শামসুজ্জামান দুদু

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু মন্তব্য করেছেন যে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ষড়যন্ত্রে পা দিয়ে আসন্ন নির্বাচন ভন্ডুল করার চেষ্টা করছে।

বুধবার (২ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ শহরের একটি রেস্তোরাঁয় ‘জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’-এর নারায়ণগঞ্জ জেলা শাখা এই সভার আয়োজন করে।

শামসুজ্জামান দুদু তার বক্তব্যে জোর দিয়ে বলেন, গণতন্ত্র থেকে উত্তরণের একমাত্র পথ হলো নির্বাচন। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, “অথচ কেউ কেউ বলছে, গণঅভ্যুত্থান হয়েছে শুধুমাত্র এক দলকে হটিয়ে আরেক দলকে বসানোর জন্য। এমন বক্তব্যে সমাজে বিভ্রান্তি ও দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে।”

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, “জনগণের ইচ্ছাই নির্ধারণ করবে কে রাষ্ট্রক্ষমতায় আসবে। কিন্তু এখন কিছু রাজনৈতিক দল শেখ হাসিনার ষড়যন্ত্রে পা দিয়ে নির্বাচন বন্ধের উদ্যোগ নিচ্ছে—হোক সেটা ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে।” তিনি এই প্রবণতাকে গণতন্ত্রের জন্য ক্ষতিকর বলে আখ্যায়িত করেন।

বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন করে শামসুজ্জামান দুদু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কুলাঙ্গার প্রধানমন্ত্রী’ বলেও আখ্যায়িত করেন। তার এই কঠোর মন্তব্য উপস্থিত সুধীমহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

আলোচনা সভায় ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, এবং আয়োজক সংগঠন ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’-এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্রের ভবিষ্যৎ এবং নির্বাচনকালীন সরকারের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা আগামী দিনে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন এবং সকল রাজনৈতিক দলকে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।