নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে ফতুল্লা থানা যুবলীগের দপ্তর সম্পাদক ইদ্রিস আলীকে আটক করা হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) ফতুল্লার শাসনগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম।
আটককৃত ইদ্রিস আলী শাসনগাঁও এলাকার তৈয়ব আলীর ছেলে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইদ্রিস আলীতে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টা অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাকে রিমান্ড চেয়ে সোমবার আদালতে প্রেরণ করা হবে। আপাতত আমরা একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়েছি। বাকি মামলার বিষয়ে আমাদের আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
Leave a Reply