নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ ফতুল্লা পঞ্চবটী হয়ে ঢাকা যাওয়া শত বছরের পুরোনো সড়কটির বেহাল দশা নেই কোন তদারকি, ওয়ানবাই সড়কে চলে ইট, বালু, রডের ব্যাবসা, ফুটপাত তো আছেই। এরপরে পঞ্চবটী মুক্তারপুর ফ্লাইওভার কাজে পুরোই নাজেহাল ফতুল্লাবাসী এ-যেন মরার উপরে খড়ার ঘাঁ।
২৭ আগষ্ট বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ববরাবর স্মারকলিপি প্রদান শেষে এমনটাই বললেন ফতুল্লা- সিদ্ধিরগঞ্জ উন্নায়ন ফোরামের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার।
এসময় তিনি জেলা প্রশাসক জনাব জাহিদুল ইসলাম মিঞাকে বলেন আপনি প্রয়োজনে ছদ্মবেশে রাস্তা পরিদর্শন করুন, আর সাধারণ মানুষের কষ্ট গুলো উপলব্ধি করুন। আর দেখেন শিশু বৃদ্ধা ছাত্র ছাত্রী সহ সাধারণ জনগণ কেমন আছে।
আমরা আশাবাদী অতিদ্রুত আপনারা রাস্তার কাজ সংস্কার করবেন পাশাপাশি শত বছরের পুরোনো সড়কটি ছয় লেনে উন্নীত করার দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিবেন ।
জেলা প্রশাসক আস্বস্ত করে বলেন আমরা দ্রুত সমাধানে যথাযথ কর্তৃপক্ষকে ব্যাবসা নিতে নির্দেশ দিবো।
স্মারকলিপি প্রদান কালে আরো উপস্থিত ছিলেন সদর-বন্দর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ। ফতুল্লা সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরামের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, মুহাম্মদ জামাল হোসাইন, হাফেজ আব্দুল মোমিন সহ আরো অনেকে।
Leave a Reply