নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
চাষাড়া বাগে জান্নাত জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করতে আসেন নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ক্রিয়াসংগঠক ও ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদ। মসজিদে প্রবেশ করে একেবারে পিছনে সাড়িতে বসেন।
বিষয়টি মসজিদের ইমাম জানতে পেরে মাইকে এলাউন্সের মাধ্যমে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে মাসুদুজ্জামান মাসুদ কে সামনের সাড়িতে নিয়ে যান।
এসময় মসজিদের ইমাম মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদর কাছে মসজিদের উন্নয়ন কাজ চলমান বিষয়ে অবগত করে আবেদন জানান এবং মুসুল্লিদের উদ্যােশ্য কিছু বলার জন্য অনুরোধ জানান।
মসজিদের ইমামের অনুরোধে মাসুদুজ্জামান মাসুদ বলেন, আমি কখনও ঘোষনা দিয়ে দান করিনা এটা আমার ভালো লাগেনা, তারপরও আজকে ইমাম সাহেবের অনুরোধে মসজিদের মুুসুল্লি ও এলাকাবাসীর জন্য বলতে হচ্ছে ।
ইমাম সাহেব আমার কাছে মসজিদের উন্নয়ন কাজ চলমান রয়েছে বললেন। আমি আমার তরফ এই বাগে জান্নাত জামে মসজিদের উন্নয়নের জন্য ৫ লক্ষ টাকা অনুদান দিলাম এবং এটাই শেষ নয় ইমাম সাহেব ও মসজিদ কমিটির সবাইকে বলে গেলাম, যেকোন প্রয়োজনে আমাকে জানাবেন আমি সব সময় থাকবো ইনশাআল্লাহ।
Leave a Reply