নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন,এই প্রশিক্ষণ ও পোশাক আমাদের আত্মবিশ্বাস ও মর্যাদা বাড়াবে, প্রমাণ করবে আমরা রাস্তাকে নিরাপদ রাখতে পেরেছি।পরিবহন সেক্টর দেশের ১৮ কোটি মানুষকে প্রতিদিন গন্তব্যে পৌঁছে দিয়ে আবার বাড়িতে ফিরিয়ে আনে। এই সেক্টরকে অবহেলা করে সমাজ গঠন সম্ভব নয়। পৃথিবীর উন্নত দেশে চালকদের ব্যাপক চাহিদা রয়েছে, আমরা সেভাবে নিজেদের তৈরি করতে পারিনি। নতুন গাড়িতে যে প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে তার সঙ্গেও আমাদের পরিচিত হতে হবে।”
বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমির থিয়েটার হলে পেশাদার গাড়িচালক ও হেলপারদের বিশেষ প্রশিক্ষণ শেষে ইউনিফর্ম ও পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিসি আরও বলেন, চালক ও হেল্পার ভাইদের জীবন আর আমার সন্তানের জীবনের মূল্য সমান। রাস্তায় যেন একটি প্রাণও ঝরে না পড়ে, সেটিই আমাদের লক্ষ্য।চালকদের কথা-বার্তা ও আচরণে পোশাকের মর্যাদা প্রতিফলিত হতে হবে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন—বিআরটিএ উপসচিব মো. হেমায়েত উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসাইন, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামী মহানগরের সাবেক আমীর মাওলানা মাঈনুদ্দিন আহমাদ, বর্তমান আমীর মাওলানা আবদুল জব্বার, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, ইসলামী আন্দোলন মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, খেলাফত মজলিস মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনু, গণ অধিকার পরিষদ জেলা সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, নিরাপদ সড়ক আন্দোলন জেলা সভাপতি রাকিবুল ইসলাম হিমেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক নিরব রায়হান, বাস-মিনিবাস কেন্দ্রীয় মালিক সমিতির সভাপতি মো. রওশন আলী সরকার, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সেলিম হোসেন, বাস-মিনিবাস ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে সরকারি গাড়ি চালক ২৮ জনসহ বেসরকারি পরিবহনের ৪৬ জন চালক ও ২১ জন হেল্পারকে পরিচয়পত্র ও ইউনিফর্ম প্রদান করা হয়। এছাড়া সড়ক দুর্ঘটনায় নিহত চার পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন ও সিনিয়র সহকারী কমিশনার উম্মে হাবিবা ফারজানা।
Leave a Reply