নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন (এন ইউ জে)। শুক্রবার (৮ আগস্ট) সংগঠনের সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানান।
বিবৃতিতে তারা বলেন, সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি ৭ আগস্ট রাতে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে হত্যাকা-ের শিকার হন। প্রকাশ্যে একজন গণমাধ্যমকর্মীকে এভাবে কুপিয়ে হত্যার ঘটনায় পুরো সাংবাদিক সমাজ হুমকি ও নিরাপত্তাহীনতায় পড়েছে। এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সকল সদস্য উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। হত্যাকা-ে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সকল সদস্য ও নেতৃবৃন্দ।
Leave a Reply