নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ শাহ আলম তিনি বলেন, “দেশের অর্থনীতি উন্নয়নের জন্য বক্তাবলীর অবদান অনেক। এখানকার মানুষ বিদেশে থাকেন। আপনাদের ভালোবাসার এই প্রমাণ এই জনসমুদ্র। আপনাদের সাথে নিয়ে নির্বাচন করব। নির্বাচিত হলে বক্তাবলীর সকল সমস্যা সমাধান করবেন বলে আশ্বাস দিয়েছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে শাহ আলম বক্তাবলী ইউনিয়ন পরিষদ এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “গত ১৫ বছর আমরা ভোট দিতে পারিনি। এবার আমরা শান্তিপূর্ণভাবে ভোট দেব। কোনো সন্ত্রাস, চাঁদাবাজি বা দস্যুতা থাকবে না। মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। বক্তাবলিতে সব সময় বিএনপির ঘাটতি ছিল এবং এখনও আছে।”
এ সময় তিনি উপস্থিত সকলের কাছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া প্রার্থনা করেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাবেক আহ্বায়ক জাহিদ হাসান রোজেল, জেলা বিএনপির সদস্য নাজিম হাসান মিটু, একরামুল কবির মামুন, ফতুল্লা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পান্না মোল্লা, কুতুবপুর ইউনিয়নের সাবেক সভাপতি এম এ আকবর, সাবেক সাধারণ সম্পাদক তাহের মোল্লা, কাশিপুর ইউনিয়ন বিএনপির আমিনুল ইসলাম এবং ফতুল্লা থানা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি আরাফাত আলম জিত প্রমুখ।
Leave a Reply