নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যু কোনো সাধারণ মৃত্যু নয়। দীর্ঘ নয় বছর কারাবন্দি রেখে পরিকল্পিতভাবে তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এ হত্যার জন্য ফ্যাসিস্ট হাসিনা, তাঁর মন্ত্রিসভা, কারা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত।
রোববার (৪ জানুয়ারি) দুপুরে ১১ নম্বর ওয়ার্ডের বরফকল মাঠে বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করেন বিএনপি নেতা ও মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদ।
টিপু বলেন, মনোনয়ন না পেয়েও মাসুদুজ্জামান মাসুদ যেভাবে আজও খালেদা জিয়া ও দলীয় নেতাকর্মীদের পাশে আছেন, তা প্রমাণ করে তিনি দল ও নেত্রীকে ভুলে যাননি। এজন্য মহানগর বিএনপির পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে টিপু বলেন, খালেদা জিয়াকে ‘মরহুমা’ বলতে তাঁর হৃদয় ভারাক্রান্ত হয়ে আসে। এখনও মনে হয় তিনি হাসপাতালে চিকিৎসাধীন, লন্ডন থেকে সুস্থ হয়ে দেশে ফিরবেন। জন্মগত মা না হলেও খালেদা জিয়া ছিলেন আমাদের রাজনৈতিক মা। তাঁর চলে যাওয়া আমাদের রক্তক্ষরণ।
তিনি বলেন, খালেদা জিয়ার জানাজায় প্রমাণ হয়েছে—দেশের ভেতরে ও বাইরে কোটি কোটি মানুষ তাঁকে ভালোবাসে। সততা, নেতৃত্ব ও ঐক্যের প্রতীক হিসেবে তাঁর ইতিহাস লিখে শেষ করা যাবে না।
দোয়ার আহ্বান জানিয়ে টিপু বলেন, যারা নামাজ, তাহাজ্জুদ ও নফল ইবাদত করেন—সবাই যেন খালেদা জিয়ার জন্য দোয়া করেন। তিনি কারও অধিকার হরণ করেননি, গণতন্ত্র হত্যা করেননি, দেশের স্বাধীনতা বিক্রি করেননি। নিজ নামে ঢাকায় কোনো বাড়ি বা ব্যাংক অ্যাকাউন্ট না থাকা সত্ত্বেও তাঁকে মিথ্যা মামলায় কারাবন্দি রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।
বর্তমান সরকারের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, অবিলম্বে খালেদা জিয়ার মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে মামলা করতে হবে। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাঁর পরিবার ও জিয়া পরিবারের সদস্যদের জন্য দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমলাপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি নুরুল ইসলাম সরদার, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু, মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, মহানগর বিএনপি সদস্য হাজী ফারুক হোসেন, মো. আলমগীর হোসেন, মনোয়ার হোসেন শোখন, মাহাবুব উল্লাহ তপন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, থানা বিএনপির সভাপতি মো. মাসুদ রানা, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহম্মেদ, কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপন, মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়নাসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
Leave a Reply