শনিবার, ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
তারেক রহমানের বিরুদ্ধে কথা বলার আগে সকল রাজনৈতিক দলকে ভেবেচিন্তে বলার আহবান জানান: সাদরিল  অপপ্রচারের প্রতিবাদে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা বিএনপি বিক্ষোভ মিছিল বহিঃশক্তি পতিত ফ্যাসিস্টদের নানা ভাবে উসকানি দিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে: জোনায়েদ সাকি  শহরে শহীদদের স্মরণে মহানগর বিএনপির মৌন মিছিল জাতীয় সমাবেশ সফল করতে নারায়ণগঞ্জ শহরে জামায়েত ইসলামীর বিশাল শোডাউন কেউ যদি আমাদের নিয়ে কটূক্তি করেন আমরা পাল্টা প্রতিবাদ করবো: মাসুম বিল্লাহ জুলাই পদযাত্রা’য় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চাষাড়ায় লোকে লোকারণ্য  আওয়ামী লীগের সাথে আপনাদের ব্যবসা-বাণিজ্য ছিল: হাসনাত আবদুল্লাহ  চাষাড়া হকার্স মার্কেটে আগুন,৩০টি দোকান পুড়ে ছাই নগরীর রাসেল পার্কে ছিনতাইকালে ৪ টি মোবাইলসহ দুই যুবক আটক

কেউ যদি আমাদের নিয়ে কটূক্তি করেন আমরা পাল্টা প্রতিবাদ করবো: মাসুম বিল্লাহ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, আমরা যা বলি তা সত্য বলেই আপনাদের গায়ে লাগে। সত্য বলার পর কারো গায়ে লাগলে আমাদের কিছু বলার নেই। আমরা এখনো মুখ খুলতেসিনা শুধু ভ্রাতৃত্ব রক্ষার জন্য। আমরা সমাবেশ থেকে স্পষ্ট করে বলতে চাই, কেউ যদি আমাদের নিয়ে কটূক্তি করেন আমরা পাল্টা প্রতিবাদ করবো। আমরা শান্তির বার্তা নিয়ে এসেছি। আমরা চাই আমরা সবাই নারায়ণগঞ্জে শান্তিতে থাকবে।

শুক্রবার (১৮ জুলাই) নগরীর ডিআইটি চত্বরে রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নিরপেক্ষ নির্বাচন এবং জুলাই ঘোষণাপত্র পাঠের দাবিতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর ও জেলা ইসলামী আন্দোলনের আয়োজিত এই সমাবেশে এ কথা বলেন তিনি।

মাসুম বিল্লাহ আরও বলেন, আমরা আজ উন্মুক্ত স্বাধীন ভাবে সভা করতে পারছি। কিন্তু এই স্বাধীনতার জন্য অনেক রক্ত ঘাম ঝরাতে হয়েছে। বিগত সরকার কতো জুলুম-নির্যাতনের করেছে যা আপনারা জানেন। কারো বিরুদ্ধে কিছু বললেই গুম খুন হয়ে যেত। বিগত ১৬ বছরে বিগত সরকারের বিরুদ্ধে ইসলামী আন্দোলন বুক টান করে দাঁড়িয়ে ছিলেন। আমাদের আমীর তখন রক্তচক্ষু করে কথা বলেছি। আমরা তখন তাদের মাঠে দেখি নাই। আপনারা রাতে দিনে একবার ছোট মিছিল করতেন। আমরা কিন্তু ভেসে আসি নাই। আপনারা যদি মনে করেন আমরা ভেসে আসছি, তাহলে আপনার বোকার স্বর্গে বাস করেন। ৫ আগসের পর অনেক সময় প্রশাসন ছিল না, তখন আমরা বাজার, ঘাট, মন্দির, পুলিশ লাইন পাহারা দিয়েছি। আমাদের এই পাহারার ফাঁকে কিছু লোক বাজার-রাস্তা দখল করে চাদাবাজী করছে।

এসময় আরও উপস্থিত ছিলেন, প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই), বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক লোকমান হোসেন জাফরি, ওলামা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম আবরার, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ, মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার, পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যমল বিশ্বাস প্রমুখ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।