নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
প্রেস বিজ্ঞপ্তি-
মহান বিজয় দিবস উপলক্ষ্যে কাব্যছন্দ সাহিত্য ও সাংস্কৃতি চর্চা কেন্দ্র, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত সাহিত্য সাময়িকী কাব্যছন্দ বিজয় দিবসের সংখ্যাটি এ এস এম এনামুল হক প্রিন্সে’র সম্পাদনায় প্রকাশিত হয়েছে ।
৩২ পৃষ্ঠার সাহিত্য সাময়িকীতে ৪৭টি কবিতা, সম্পাদকীয় ও প্রয়াত কবি ওয়াহিদ রেজার সংক্ষিপ্ত জীবন স্থান পায়। যাদের কবিতা স্থান পেয়েছে মুহাম্মদ নূরুল হুদা, করীম রেজা, মুহাম্মদ জালালউদ্দিন নলুয়া, প্রফেসর মোঃ আমির হোসেন, হাবিব সিদ্দিকী, এস এ শামীম, রনজিৎ মোদক, সাব্বির আহমেদ সেন্টু, দীপক ভৌমিক, মানিক চক্রবর্তী, এ এস এম এনামুল হক প্রিন্স, আবু রায়হান, জাহাঙ্গীর ডালিম, জায়েদ হোসাইন লাকী, জালাল খান ইউসুফী, লুৎফা জালাল, আলতাফ হোসেন রায়হান, রমজান বিন মোজাম্মেল, রেজাউল করিম রোমেল, সাজ্জাত হোসেন খোকন, নাদিরা খানম, বদরুল হক, আবুল কালাম আজাদ, নাজমুল হাসান খান, রাজলক্ষী, নাজিম উদ্দীন মাহমুদ ভূঞা, মোখলেসুর রহমান তোতা, জয়নুল আবেদীন জয়, জেবুন্নেসা মীনা, মোঃ নূর ইসলাম বাদল, মোস্তফা কামাল সোহাগ, ওমর ফারুক আলম মামুন, কলি চক্রবর্তী, কাজী আনিসুল হক, মোঃ মতিউর রহমান ফারুক, হাফসা আক্তার, মোঃ শুক্কুর মাহামুদ জুয়েল, মামুন বাবুল, খান মাহমুদ, মোহাম্মদ এমরান, আমেনাতুল বারী ফিহা, রানা জামান, এম বি জামান খান, জসিম উদ্দিন শুভ্র, এ আর দেলোয়ার প্রধান উজ্জল, মোঃ মামুন হোসেন, এম এস ইসলাম আরজু, মাহবুবুল আলম সেলিম প্রমুখ।
সাহিত্য সাময়িকী বিজয় দিবস সংখ্যা’র সম্পাদনা পর্ষদে রয়েছেন প্রধান সম্পাদক মোঃ শফিকুল ইসলাম আরজু, সম্পাদক এ এস এম এনামুল হক প্রিন্স, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাজ্জাত আহাম্মেদ খোকন, মোঃ শিপন জোমাদ্দার,সাহিত্য সম্পাদক মাকসুদা ইয়াসমিন, আইন বিষয়ক সম্পাদক এড. শারমিন আক্তার রেখা। এটি কাব্যছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্র নারায়ণগঞ্জ সংগঠনের প্রকাশিত ০৩ সংখ্যা। বিষয় ভিক্তিক লেখা নিয়ে সব সময় লেখকদের লেখা প্রকাশে কাব্যছন্দ সাহিত্য সাময়িকী প্রকাশিত হবে বলে সংগঠনের কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে এ বার্তা জানান।
Leave a Reply