রবিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
মাইকে ভোট চেয়ে নারীদের হাতে প্লেট ও টাকা দেওয়া জোট প্রার্থী কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা  জনগণ এখন আর হুমকি-ধামকিকে তোয়াক্কা করে না: শাহ আলম মানুষের অধিকার রক্ষায় জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠায় আমি কাজ করতে চাই: আল আমিন আমার অসমাপ্ত প্রকল্পগুলো সমাপ্ত করবো: মোহাম্মদ আলী সমস্যা যত গভীর হয়, সমাধান তত কাছে আসে: কালাম নির্বাচন শুধু একজন এমপি নির্বাচনের নয়, এটি শোষণের বিরুদ্ধে গণমানুষের লড়াই: অঞ্জন দাস মীরজাফরদের ঠাঁই বিএনপিতে নেই, সাধারণ মানুষও তাদের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে: মান্নান ভয়ভীতি প্রদর্শন করলে আপনার ভোট নষ্ট হবে, বাড়বে না: ডিসি কাঞ্চন পৌরসভা শুধু কাগজে থাকবে না, কাজে-কর্মেও থাকবে: দিপু ভূঁইয়া নারায়ণগঞ্জে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ ডেভলপমেন্ট থাকবে: এসপি 

কাঞ্চন পৌরসভা শুধু কাগজে থাকবে না, কাজে-কর্মেও থাকবে: দিপু ভূঁইয়া

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, “কাঞ্চন পৌরসভার মানুষের মনে আমি আছি। কাঞ্চন পৌরসভার সুখে-দুঃখে আমি থাকবো। কাঞ্চনবাসী কোনো নাগরিক সুবিধা পায় নাই। মসজিদ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল আমি সবকিছু করে ছাড়বো। কাঞ্চন পৌরসভা শুধু কাগজে থাকবে না, কাজে-কর্মেও থাকবে।”

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে কাঞ্চন ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি কাঞ্চন পৌরসভার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।

তিনি বলেন, “রূপগঞ্জে বিগত ১৭ বছর ধরে সন্ত্রাস ও অস্ত্রের ঝনঝনানি চলেছে। কাঞ্চনে দুধের চেয়েও বেশি মাদক বিক্রি হতো। দেশনায়ক তারেক রহমান নারায়ণগঞ্জের ২০টি মাদকের স্পটের কথা বলে গেছেন। আমি হুঁশিয়ার করে দিচ্ছি, যারা মাদকের সঙ্গে জড়িত তারা ১২ তারিখের আগেই রূপগঞ্জ ছেড়ে যান। নাহলে ১২ তারিখের পরে আপনাদের সপরিবারে রূপগঞ্জ ছাড়তে হবে।”

গ্যাস সংকট নিয়ে সরব হয়ে তিনি বলেন, “আমার মা-বোনেরা গ্যাসের জন্য টাকা দিয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাসীরা সেই টাকা জমা না দিয়ে লাইনগুলো অবৈধ করেছে। অথচ আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও ফ্যাক্টরিতে ঠিকই গ্যাস আছে। তাদের বাসায় যদি গ্যাস থাকে, তবে সাধারণ মানুষের বাসায়ও গ্যাস থাকতে হবে। আমরা বিএনপি পরিবার সরকারের সঙ্গে কথা বলে এই সমস্যা সমাধানের চেষ্টা করব।”

জমি দখল ও অবৈধ বালু ভরাটের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে বিএনপি মনোনীত এই প্রার্থী বলেন, “অনেকে বালি ফেলে মানুষের ঘর-বাড়ি ভরাট করে ফেলেছে। আমি সিএস, এসএ ও আরএস পর্চা বের করব। খাল ও রাস্তার জায়গা যারা দখল করেছেন, তারা যত শক্তিশালীই হোন বা যত বড় ইন্ডাস্ট্রিই থাকুক—সেই জায়গা উদ্ধার করে রাস্তাঘাট করা হবে। এছাড়া দখলকৃত খাস জমি উদ্ধার করে শিশুদের জন্য খেলার মাঠ ও পার্ক নির্মাণ করা হবে।”

স্থানীয় বিএনপি নেতারা এ জনসভার আয়োজন করেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।