নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক আহমেদুর রহমান তনু’র মাতা ও পাকিস্তান বিরোধী আন্দোলনের ছাত্রনেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বৈরাচারবিরোধী এবং নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের অন্যতম নেতা প্রয়াত আব্দুর রহমানের সহধর্মীনী কাজী ফরিদা ইয়াসমিন মিনু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমা বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোরে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানাজা বাদ জোহর নিতাইগঞ্জের বাইতুস সালাম জামে মসজিদে (শহীদ সাহেবের মসজিদ) অনুষ্ঠিত হয়। পরে মরদেহ পাইকপাড়া ছোট কবরস্থানে দাফন করা হয়।
জানাজার মধ্যে নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
কাজী ফরিদা ইয়াসমিন মিনু ৬৬ সালের ৬ দফা আন্দোলনসহ বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি, বিএনপি, গণসংহতি আন্দোলন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সসহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
Leave a Reply