মঙ্গলবার, ৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
এটিএম কামালের মা এর মৃত্যুতে সাবেক কাউন্সিলর সাদরিলের শোক এটিএম কামালের মা এর মৃত্যুতে সাবেক এমপি গিয়াসউদ্দিনের শোক সিদ্ধিরগঞ্জে শোক মঞ্চে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজ বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে এড.সাখাওয়াতের দোয়া প্রার্থনা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মাসুদুজ্জামানের উদ্যােগে দোয়া ও তোবারক বিতরণ  আমরা দেশের দিকে তাকাবো, দলের দিকে তাকাবো, ব্যক্তির দিকে না: মাসুদুজ্জামান ফতুল্লায় রান্নাঘরের আগুনে দগ্ধ হয়ে এক নারীর মৃত্যু  বন্দরে ডেভিল হান্ট অভিযানে দুই আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার  খালেদা জিয়াকে ‘মরহুমা’ বলতে  হৃদয় ভারাক্রান্ত হয়ে আসে: এড. টিপু ফতুল্লায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার 

এটিএম কামালের মা এর মৃত্যুতে সাবেক এমপি গিয়াসউদ্দিনের শোক

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল -এর মা শাহানা খানম চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন। এক শোক বার্তায় মুহাম্মদ গিয়াসউদ্দিন জানান, মরহুমার ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত। আমি মরহুমার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি।
‎উল্লেখ্য, সোমবার (৫ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টায় তিনি শহরের মিশনপাড়ায় সোনারগাঁও ভবনে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বাসাতেই চলছিল তার চিকিৎসা।

‎এক সময়ে বিভিন্ন সামাজিক কাজে জড়িত ছিলেন শাহানা খানম। তিনি বিএনপির শুরুর দিতে রাজনীতিতেও সক্রিয় ছিলেন। বেশ কয়েক বছর আগে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছিলেন শাহানা খানম। ওই সময়ে খালেদা জিয়া দীর্ঘ সময় নিয়ে শাহানা খানমের কথা শুনেছিলেন।

‎তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া জাগো দল থেকে জড়িত। এছাড়া নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সহ-সভাপতি, লায়ন্স নারায়ণগঞ্জ সিটির সভাপতি, নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান, কারা পরিদর্শক, জড়িত ছিলেন মহিলা ক্রিড়া সংস্থার সাথে। এছাড়াও তিনি মিশন পাড়া পঞ্চায়েতের সাথে জড়িত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।