নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
‘গ্রিণ অ্যান্ড ক্লিন যে নারায়ণগঞ্জ গড়তে চেয়েছি, সেই কর্মসূচিতে আমাদের একটি স্লোগান ছিল- নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ডান্ডি হবে বিশ্বসেরা’। আমরা যদি এই শহরটিকে সেরা করতে চাই, তাহলে আমাদের সবদিক থেকে সেরা করতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা, পানি (জলাবদ্ধতা) ব্যবস্থাপনা ভালো করতে হবে ও যানজট কমাতে হবে। তারই পদক্ষেপ হিসাবে দু’টি বর্জ্য সরবরাহের জন্য ভ্যান দিয়ে শুরু করেছি বললেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
বুধবার (৩০ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যলায় প্রাঙ্গণে ‘গ্রিণ অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির অংশ হিসেবে ফতুল্লা ইউনিয়ন পরিষদের অনুকূলে বর্জ্য ব্যবস্থাপনার জন্য ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘নারায়ণগঞ্জ শহরের বর্জ্য ব্যবস্থাপনা যেটি আছে, সেটি সাধারণত সিটি কর্পোরেশন বা পৌরসভা থেকে করে থাকে। কিন্তু নারায়ণগঞ্জের বাস্তবতা ভিন্ন, এই জেলার পুরোটাই শহরের মধ্যে পরেছে, কোন গ্রামের প্রভাব নেই। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৭২ স্কয়ার কিলোমিটার জায়গায় রয়েছে। এর বাহিরে শহরের যে ব্যবস্থাপনা রয়েছে, সেখানে মেডিকেল ও বিভিন্ন কল-কারখানার বর্জ্য ব্যবস্থাপনার আওতায় আনার জন্য আমরা উপজেলা পরিষদ থেকে প্রাথমিক কর্মসূচি গ্রহণ করেছি।’
তিনি আরও বলেন, ‘সিটি কর্পোরেশনের বাহিরে যে ময়লাগুলো জমবে, সেই ময়লাগুলোর জন্য একটি নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হয়েছে, সেখানে এই ময়লা ফেলা হবে। এইটি আমাদের একটি পরীক্ষামূলক প্রকল্প। এটি যদি ভালো কাজ করে তাহলে আমরা সারা জেলায় কার্যক্রম চালু করবো।’
এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের সচিব মো. আবু সাঈদ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নজরুল ইসলাম সেলিম প্রমুখ।
Leave a Reply