সোমবার, ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ফতুল্লায় ডিবি পুলিশের অভিযানে ৪৯ পিস ইয়াবাসহ এক মাদককারবারী গ্রেপ্তার  অগণিত ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি: জেলা প্রশাসক  মায়ের আঁচল সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ নবাগত ডিসি’র সাথে সৌজন্য সাক্ষাৎ আসন্ন নির্বাচনে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি: দিপু ভূঁইয়া ওসমান হাদী হত্যা চেষ্টায় সন্দেহভাজন ফয়সালের স্ত্রী-শ্যালকসহ তিনজন ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আটক গুপ্ত রাজনীতির যে ট্র্যাডিশন, তা এখন দৃশ্যমান হচ্ছে: রাজিব বুড়িগঙ্গায় লঞ্চের সঙ্গে সংঘর্ষে ডুবলো বাল্কহেড, সাঁতরে বাঁচলেন ৫ শ্রমিক শহীদ বুদ্ধিজীবী দিবসে যুবশক্তির আলোচনা ও দোয়া মাহফিল নারায়ণগঞ্জে সুজনের গোল টেবিলে বক্তারা, “নির্বাচন চাই পরিবর্তনের লক্ষ্যে” নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই এসব গুলি ও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে: টিটু

আসন্ন নির্বাচনে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি: দিপু ভূঁইয়া

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, “রূপগঞ্জে স্বাস্থ্যসেবার অবস্থা অত্যন্ত নাজুক। সরকারি হাসপাতালে মানুষ যায় মামলার জন্য, চিকিৎসার জন্য নয়।”

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় নিজ বাসভবনে রূপগঞ্জে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় দিপু ভূঁইয়া সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন এবং সেগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
তিনি বলেন, “গত ১৭ বছর ধরে রূপগঞ্জের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। আসন্ন নির্বাচনে যাতে মানুষ নিরাপদে ও নির্বিঘ্নে ভোট দিতে পারে, সে জন্য সাংবাদিকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।”

রূপগঞ্জের সার্বিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, “রূপগঞ্জ উপজেলার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা তারাব পৌরসভার। এটিকে প্রথম শ্রেণির পৌরসভা ঘোষণা করা হলেও এখানে ন্যূনতম নাগরিক সুবিধা নেই। নেই পর্যাপ্ত সড়কবাতি ও ড্রেনেজ ব্যবস্থা।”

তিনি আরও বলেন, “কেউ দলের নাম ভাঙিয়ে অপরাধ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, কলামিস্ট মীর আব্দুল আলীম এবং উপস্থিত ছিলেন সাংবাদিক এম. এ. মোমেন, আলম হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাশিরউদ্দিন বাচ্চু, সাংবাদিক সাত্তার আলী সোহেল, খলিল সিকদার, মকবুল হোসেন, মাসুদ করিম, রিয়াজ হোসেন খান, এস. এম. রুবেল মাহমুদ, হানিফ মোল্লা, আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, দেওয়ান সালাউদ্দিন, শিপলু ভূঁইয়াসহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।