রবিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
মাইকে ভোট চেয়ে নারীদের হাতে প্লেট ও টাকা দেওয়া জোট প্রার্থী কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা  জনগণ এখন আর হুমকি-ধামকিকে তোয়াক্কা করে না: শাহ আলম মানুষের অধিকার রক্ষায় জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠায় আমি কাজ করতে চাই: আল আমিন আমার অসমাপ্ত প্রকল্পগুলো সমাপ্ত করবো: মোহাম্মদ আলী সমস্যা যত গভীর হয়, সমাধান তত কাছে আসে: কালাম নির্বাচন শুধু একজন এমপি নির্বাচনের নয়, এটি শোষণের বিরুদ্ধে গণমানুষের লড়াই: অঞ্জন দাস মীরজাফরদের ঠাঁই বিএনপিতে নেই, সাধারণ মানুষও তাদের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে: মান্নান ভয়ভীতি প্রদর্শন করলে আপনার ভোট নষ্ট হবে, বাড়বে না: ডিসি কাঞ্চন পৌরসভা শুধু কাগজে থাকবে না, কাজে-কর্মেও থাকবে: দিপু ভূঁইয়া নারায়ণগঞ্জে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ ডেভলপমেন্ট থাকবে: এসপি 

আমার অসমাপ্ত প্রকল্পগুলো সমাপ্ত করবো: মোহাম্মদ আলী

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ-৪ আসনে রিপাবলিকান দলের এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী শনিবার (৩১ জানুয়ারি) বক্তাবলী ইউনিয়নে ব্যাপক জনসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালান।

প্রচারণা শুরু হয় ৯নং ওয়ার্ডের আনন্দ বাজার থেকে। এরপর প্রার্থী খাজা মার্কেট, বিসমিল্লাহ বাজার ও লক্ষ্মীনগর হয়ে বক্তাবলী এলাকার মধ্যনগর আকবরনগর পর্যন্ত গণসংযোগ করেন।

এসময় মোহাম্মদ আলী বলেন, “বক্তাবলী-আলীরটেক এলাকার বাসিন্দাদের নদী পারাপারের জন্য একটি ব্রীজের প্রয়োজন। আমি নির্বাচিত হলে এটি নির্মাণসহ একটি ভালো খেলার মাঠ এবং রাস্তাঘাটের উন্নয়ন করব। আমার অসমাপ্ত প্রকল্পগুলো সমাপ্ত করবো। এজন্য আপনাদের সহযোগিতা দরকার, সকলে হাতী মার্কায় ভোট দিয়ে আমাকে সেবা করার সুযোগ করে দিন।”

প্রচারণায় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আল আমিন ইকবাল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবুল হোসেন, বাবুল হোসেন, রহিম হাজ্বী, সামাদ হাজ্বী সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।