সোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
আমাদের সামনে একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে অস্ত্র উদ্ধার ও জাল টাকার বিরুদ্ধে ব্যবস্থা: ডিসি সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারীর পারে বিচ্ছিন্ন  মাসুদুজ্জামানের পক্ষে ফরাজীকান্দা থেকে কলাগাছিয়া পর্যন্ত গণসংযোগে জনতার ঢল বৈষম্যবিরোধী হত্যা মামলা সহ ৫টি মামলায় সাবেক মেয়র আইভীর জামিন মা ও শিশু কল্যাণ কেন্দ্রে জেলা প্রশাসকের হস্তক্ষেপে সিজারিয়ান সেবা চালু সিদ্ধিরগঞ্জে পি.এম নিটেক্সের শ্রমিকদের বিক্ষোভ, ক্ষোভে মালিকপক্ষ গার্মেন্টস বন্ধের ঘোষণা সিদ্ধিরগঞ্জে এক তরুনীকে মাইক্রোবাসে তুলে নিয়ে গণধর্ষণ সাইনবোর্ডে তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ফতুল্লা প্রেসক্লাবের প্রতিবাদ সভা মাসুদুজ্জামানকে রেকর্ড সংখ্যক ভোটে বিজয়ী করার ঘোষণা  গিয়াসউদ্দিনের সাথে সাক্ষাৎ করলেন মান্নান 

আমাদের সামনে একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে অস্ত্র উদ্ধার ও জাল টাকার বিরুদ্ধে ব্যবস্থা: ডিসি

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, “আমাদের সামনে একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে অস্ত্র উদ্ধার। এজন্য আমি পুলিশ সুপার মহোদয়, র‌্যাবসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সকলকে অনুরোধ করব- সামনের নির্বাচনে স্বয়ংসম্পূর্ণ হতে হলে দেশে যে অস্ত্রের ঝনঝনানি আছে, এগুলো বন্ধ করতে হবে। এবং লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে। সুতরাং আমরা আপনাদের থেকে এটার নিশ্চয়তা চাই।”

রোববার (৯ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

সভায় তিনি আরও বলেন, “জাল টাকার বিষয়ে আমরা ব্যাংকগুলোর সঙ্গে যোগাযোগ করব এবং যারা এর সঙ্গে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বলতে চাই, লকডাউন বা রাস্তা বন্ধ করার কোন সুযোগ নেই এবং এর কোনো সম্ভাবনাও নেই। কেউ যদি এই ধারণা করে থাকে তাহলে আমি বলব যে, সে কল্পনার রাজ্যে রয়েছে। বাকিটা আমরা আমাদের কার্যক্রমের মাধ্যমে দেখিয়ে দেব।”

জেলা প্রশাসক বলেন, “মাদক সকলের জন্য একটি হুমকি। যেদিন মাদক ব্যবসায়ে জড়িতদের শাস্তি ভোগ করতে হবে এবং তারা আদালতে গেলে জামিন পাবে না। সেদিনই আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব। এজন্য আমাদের অ্যাডভোকেট ভাইদের সহযোগিতা প্রয়োজন।”

জেলা পুলিশ সুপার জসীম উদ্দিন বলেন, “মাদকের বিরুদ্ধে আমরা তৎপর রয়েছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, র‌্যাব ও বিজিবি সবাইকে নিয়ে কাজ করছি এবং এটি আমরা অব্যাহত রাখব। আইন-শৃঙ্খলার বিষয়ে আমরা আলাদা একটি বৈঠকের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সহযোগিতাও চাইব। কারণ প্রতিপক্ষ আছে; তাদের মোকাবেলা করতে সবাইকে নিয়ে কাজ করব। ইতোমধ্যে পুলিশ কিছু কর্মসূচি পালন করেছে যা আপনারা রাস্তা-ঘাটে দেখতে পারবেন।”

সভায় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন সিভিল সার্জন ডা. মশিউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল বাসার, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, মহানগরের আমীর মাওলানা আবদুল জব্বার, গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়কারী তরিকুল ইসলাম, মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, এনসিপি কেন্দ্রীয় দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলীসহ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।