নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, “আমরা (নারীরা) কিভাবে নিজেদেরকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলবো, সেটিই মূল ভাবনা। আমরা সমাজের জন্য বোঝা হয়ে থাকতে চাই না, বরং সমাজের জন্য সম্পদ হয়ে উঠতে চাই। দেশে প্রায় ১৮ জন নারী জেলা প্রশাসক রয়েছেন, যারা চ্যালেঞ্জ অতিক্রম করেই এ অবস্থানে এসেছেন।”
শনিবার (৮ মার্চ) সকাল ১১টায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, “আমরা যদি দূরে যেতে চাই, আমাদের লক্ষ্যে পৌঁছাতে চাই, তাহলে আমাদের একসঙ্গে যেতে হবে। জাতি ও সমাজ গঠনে একসাথে চলার কোনো বিকল্প নেই। দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে হলে, কোনো একটি অংশকে দুর্বল রেখে বা আঘাতপ্রাপ্ত রেখে তা সম্ভব নয়। তাই নারী-পুরুষ সকলকে একসঙ্গে এগিয়ে যেতে হবে।”
তিনি আরও বলেন, “এই পৃথিবী বিজয়ীদের স্থান। যারা জয়ী হয়, সবাই তাদের কথাই শুনতে চায়। তাই আমাদের সকলকে জয়ী হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। যদিও চ্যালেঞ্জ আছে, তবে দক্ষতা ও যোগ্যতা অর্জনের মাধ্যমে সেগুলো মোকাবিলা করতে হবে।”
তিনি অটো চালক নাসিমার উদাহরণ দিয়ে বলেন, “নাসিমার দুটি সন্তান রয়েছে, স্বামী নেই, থাকার জায়গাও নেই। কিন্তু সে হার মানেনি। তাকে তার লক্ষ্যে পৌঁছাতে কোনো চ্যালেঞ্জ বাধাগ্রস্ত করতে পারেনি। আমরা যদি সফল হতে চাই, তাহলে আমাদেরও পরিশ্রম ও প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।”
জেলা প্রশাসক আরও বলেন, “নারী-পুরুষ উভয়েই সমাজের গুরুত্বপূর্ণ অংশ। শুধু পুরুষ দ্বারাই নির্যাতনের শিকার হয় না, নারীর দ্বারাও অনেক সময় নারী নির্যাতনের শিকার হয়। আমাদের নিজেদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে, যেন আমরা সমাজের জন্য সম্পদ হয়ে উঠতে পারি।”
তিনি আরও বলেন, “সরকার শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে নারীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করেছে। এরপরেও যেখানে অসমতা রয়েছে, সেখানে আমাদের কাজ করতে হবে। নারীদের উন্নয়ন ছাড়া সমাজের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।”
জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা শেষে নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
Leave a Reply