শনিবার, ২৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
মাসুদুজ্জামানের নির্বাচনী জনসভায় সদর থানা যুবদলের রিয়াদ ও আপনের নেতৃত্বে বিশাল মিছিল  চাষাড়ায় অপ্পো ফ্লাগশিপ স্টোর উদ্বোধন  অসুস্থ বিএনপি নেতা হেলালউদ্দিনের পাশে গিয়াসউদ্দিন  নারায়ণগঞ্জের ৪ টি আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ঘোষণা এনসিপির নেতা তনু’র মায়ের ইন্তেকাল  শহরে অপ্পো মোবাইল ফোনের শোরুম উদ্বোধনে নগরবাসীর তীব্র ভোগান্তি  বিদায়ী পুলিশ সুপার জসিম উদ্দিন’কে সংবর্ধনা সিদ্ধিরগঞ্জে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ৬ টি ভবন ঝুকিপূর্ণ ঘোষণা মাসুদ ভাই এই আসনসহ পুরো শহরকে মডেল নারায়ণগঞ্জে রূপান্তর করবেন: আজাদ ফতুল্লায় সংঘবদ্ধ চক্রের হামলা–লুট: তদন্তে নেমেছে পুলিশ

আমাদের দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই একসঙ্গে কাজ করে: স্বরাষ্ট্র উপদেষ্টা 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জের বন্দরে ব্রহ্মপুত্র নদের তীরে সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমীর স্নানোৎসব অনুষ্ঠিত হয়েছে। পাপ মোচনের আশায় দেশের বিভিন্ন জেলা থেকে লাখো পূণ্যার্থী অংশ নিয়েছেন এই বার্ষিক ধর্মীয় আয়োজনে। দুই দিনব্যাপী এ উৎসব শুরু হয় শুক্রবার (৪ এপ্রিল) দিনগত রাত ২টায়, চলবে শনিবার (৫ এপ্রিল) রাত ১২টা ৪৫ মিনিট পর্যন্ত।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার (৫ এপ্রিল) দুপুরে স্নানোৎসব পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, “বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময়ই আছে। বাংলাদেশের মতো এত সম্প্রীতির উদাহরণ কোথাও নেই। আশপাশের দেশের দিকে তাকালেই বোঝা যাবে। আমাদের দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান—সবাই একসঙ্গে কাজ করে।”

তিনি আরও বলেন, “অন্যান্য বারের তুলনায় এবার নদীর পানি ভালো ছিল। নদী যেন সবসময় ভালো থাকে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। পূণ্যার্থীদের সংখ্যাও এবার বেশি ছিল। পূণ্যার্থীদের সেবা ও নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

লাঙ্গলবন্দ এলাকাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে কীভাবে এটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায় তা দেখা হবে। তবে এটা কেবল পর্যটন কেন্দ্র নয়, এটা একটি পূণ্যভূমি। ধর্মীয় অনুভূতির বিষয়টি যেন ক্ষুণ্ন না হয়, সেদিকে সবার লক্ষ্য রাখা প্রয়োজন।”

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, স্নান উৎসব উপদেষ্টা কমিটির সদস্য শংকর সাহা ও জয় কে রায় চৌধুরী বাপ্পিসহ বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীরা।

স্নান উৎসবকে ঘিরে লাঙ্গলবন্দে ছিল উৎসবমুখর পরিবেশ। ব্রহ্মপুত্র নদে ফুল, ধান, বেলপাতা, দূর্বা, আম্রপল্লব, হরীতকীসহ নানা পূজার উপকরণ নিয়ে পূণ্যার্থীরা স্নানে অংশ নেন। পাশাপাশি নদীপাড়ে ঘাটে ঘাটে চলে বাসন্তী পূজা। পূণ্যার্থীদের সেবায় ছিল ২০টি স্নানঘাট ও ৫৮টি সেবা ক্যাম্প। নিরাপত্তায় নিয়োজিত ছিল একাধিক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।