মঙ্গলবার, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ব্যানার ও ফেস্টুন অপসারণের মধ্যে দিয়ে গ্রীন এন্ড ক্লিন শহর পরিকল্পনার বাস্তবায়ন শুরু-ডিসি নিহত ছাত্রদল কর্মী অপূর্বের পরিবারকে তারেক রহমানের ফোন, দিলেন সান্ত্বনা  বিএনপি নেতাকে পিটিয়ে থানায় দিলেন প্রতিপক্ষ বিএনপির নেতাকর্মীরা  সিদ্ধিরগঞ্জে গ্যাস বিস্ফোরণের ঘটনায় স্ত্রী-সন্তানের পর সোহাগের মৃত্যু  সোনারগাঁয়ে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় ধর্ষককে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার  ফতুল্লায় কাভার্ডভ্যানের চাপায় এক গার্মেন্টস শ্রমিক নিহত বিএনপি’র দুগ্রুপের সংঘর্ষে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক তোফাজ্জল গুরুতর আহত ও জাকিরের মোটরসাইলে অগ্নি সংযোগ ধর্ষণ, নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল আভিযানিক কার্যক্রম’ নামে যৌথ বাহিনীর অভিযানে আওয়ামীলীগ নেতাসহ ৪৫ জন গ্রেপ্তার  নিহত ছাত্রদল কর্মী অপূর্বর জানাজা অনুষ্ঠিত 

আমরা সাংবাদিকদের সাথে নিয়ে সুন্দর একটা নারায়ণগঞ্জ গড়তে চাই: ডিসি

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আজকের এই দিনে আমি প্রথমেই অতন্ত কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের নারায়ণগঞ্জের প্রিন্ট এবং ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকদের। আমার নারায়ণগঞ্জে আসার পর থেকে আপনারা আমাকে অনেক সহযোগীতা করেছেন। আপনারা আমাকে সহযোগীতা না করলে আমি এতোদূর এগোতে পারতাম না। আমি আপনাদের কথা দিতে চাই, আপনারা যদি আমাকে সহযোগীতা করেন,আমরা এই নারায়ণগঞ্জকে সাজানোর যে পরিকল্পণা নিয়েছি, সেই আলোকেই সুন্দরভাবে সাজাতে চাই। নারায়ণগঞ্জে ঘণবসতি অনেক বেশী, এই ঘনবসতি ভবিষ্যতে আরও বাড়বে। এই মানুষের বিকাশ, সুস্থ জীবন যাপন যদি আমরা করতে চাই তাহলে আমাদের প্লান করেই এগোতে হবে।

সোমবার (১০ মার্চ) পালকি কনভেনশন সেন্টারে ‘নারায়ণগঞ্জ নিউজ পেপার অনার্স এসোসিয়েশন’র উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, যেহেতু নারায়ণগঞ্জ ইন্ড্রাস্টিয়াল এলাকা তাই এখানে একটা সময় প্রচুর বিদেশীরা বিনিয়োগ করবে। আমরা যদি আদোতে সেটা চাই তাহলে সেখাবেই আমাদের এই শহরটা গড়ে তুলতে হবে। আমরা এই প্রজন্ম এই শহরকে সেভাবে গড়ে তুলবো, আমরা সাংবাদিকদের সাথে নিয়ে সুন্দর একটা নারায়ণগঞ্জ গড়তে চাই। তাই আপনাদের কাছে সহযোগীতা চাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার। এছাড়া দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ। এ সময়‘নারায়ণগঞ্জ নিউজ পেপার অনার্স এসোসিয়েশন’র সভাপতি হাবিবুর রহমান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জ্বালানি ও খনিজ মন্ত্রনালয়ের সিপিজিসিবিএল’র ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর (স্বতন্ত্র পরিচালক) ব্যবসায়ী প্রতিনিধি ও বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক আনিসুল ইসলাম সানি, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাসের পরিচালক ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দীপু, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সোজা সাপটা পত্রিকার সম্পাদক আবু সাউদ মাসুদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি ও নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি এম সোলায়মান, বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু, প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল, মীম শরৎ গ্রুপ’র চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ, নারায়ণগঞ্জ নিউজ পেপার অনার্স এসোসিয়েশন’র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজহার হোসেন, সহ-সাধারণ সম্পাদক স্বপন কুমার পোদ্দান, কোষাধ্যক্ষ কাজী ইসলাম মিয়া, দপ্তর সম্পাদক জাফর ইহমেদ প্রধান প্রমুখ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।