রবিবার, ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ফ্যাসিস্ট শামীম ওসমান ও হাসিনার পুলিশের বিরুদ্ধে রাজপথে লড়াই করেছি আমরা: খোরশেদ আমাদের প্রধান কাজ হলো সবাইকে ঐক্যবদ্ধ রাখা: অ্যাড. সাখাওয়াত  মানুষের অসাধ্য কিছু নেই,মনোবল দৃঢ় থাকলে সফলতা আসবেই: জাহিদুল ইসলাম  এমপি হই বা না হই, আমি আপনাদের জন্য কাজ করব: মাসুদুজ্জামান  ডেঙ্গু রোগীদের সঠিকভাবে চিকিৎসা সেবা দিতে পারছে না হাসপাতালগুলো: মামুন মাহমুদ  আমরা শুধু কদম রসুল সেতুর দাবি নয়, বন্দরের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করব: মাসুদ আমরা নারায়ণগঞ্জে রাজনীতি করি  আমাদের কাছে সবার আগে এই নারায়ণগঞ্জ: রাজীব সিদ্ধিরগঞ্জে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে এক গৃহবধূর আত্মহত্যা রাষ্ট্রের শাসক হতে চায় না, দেশের সেবক হতে চায়: খোরশেদ  তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবো: আবুল কালাম 

আমরা শুধু কদম রসুল সেতুর দাবি নয়, বন্দরের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করব: মাসুদ

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, “শুধু কদম রসুল সেতু নয়, যেকোনো ন্যায্য দাবিতে বন্দরবাসী ও নগরবাসীর পাশে থাকব।”

শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বন্দর উপজেলার একরামপুর তালতলা এলাকায় ‘বন্দর উন্নয়ন ফোরাম’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ অঙ্গীকার করেন। পরে তিনি বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন কর্মসূচিও পালন করেন।

মাসুদুজ্জামান মাসুদ বলেন, “প্রায় ৮ থেকে ১০ দিন আগে নাসিকের সঙ্গে আমার একটি বৈঠক হয়। সেখানে নাসিক আমাদের আশ্বস্ত করেছে যে, একটি কোরিয়ান কোম্পানি কদম রসুল সেতুর কাজ পেয়েছে এবং তারা কাজও চালিয়ে যাচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করা হবে বলে আশ্বাস দিয়েছে নাসিক। যদি কোথাও ল্যান্ডিং সংক্রান্ত সমস্যা হয়, তা পরবর্তীতে সমাধান করা হবে।”

তিনি আরও বলেন, “বন্দরের কদম রসুল সেতুর দাবি শুধুমাত্র আবেগের নয়, এটি বন্দরের মানুষের প্রাণের ও বাস্তবতার দাবি। স্বাধীনতার ৫৪ বছর পরও আমরা বঞ্চিত। ৬৫ থেকে ৭৫ সালের মধ্যে যারা জন্মেছি, তাদের জন্য শীতলক্ষ্যা নদী শুধু স্মৃতি নয়, ভালোবাসার প্রতীক।”

মাসুদুজ্জামান বলেন, “আজও আমাদের নদী পারাপারে টাকা দিতে হয়। সাধারণ মানুষের পকেট থেকে এইভাবে টাকা নেওয়া অন্যায্য। এখনো ৭-৮টি ঘাটে এমন অবস্থা চলছে। নাগরিকদের কাছ থেকে এইভাবে পয়সা নেওয়ার যৌক্তিকতা দেখি না। ২০২৫ সালে এসেও এমন কষ্ট সহ্য করা যায় না।”

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই ঘাট ব্যবস্থার নামে টেন্ডার প্রথা যেন দাসপ্রথার মতো। সরকারি লোক ও রাজনৈতিক প্রভাবে থাকা ঠিকাদাররা লাভবান হন, আর জনগণের পকেট থেকে অর্থ বের হয়ে যায়। ভবিষ্যতে এই টেন্ডার প্রথা বাতিল করতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা শুধু কদম রসুল সেতুর দাবি নয়, বন্দরের সার্বিক উন্নয়নের দাবি নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব। বন্দর ও নগরবাসীর যে কোনো ন্যায্য দাবিতে আমি পাশে থাকব।”

সভায় সভাপতিত্ব করেন বন্দর উন্নয়ন ফোরামের আহ্বায়ক ও খেলাফত মজলিসের জেলা সভাপতি হাফেজ কবির হোসেন। সঞ্চালনা করেন ফোরামের সদস্য সচিব আব্দুল লতিফ রানা।

এসময় উপস্থিত ছিলেন— আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি নুরউদ্দিন, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল ইসলাম, ফোরামের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম শিপলু, কাজী সাঈদ, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ, বীর মুক্তিযোদ্ধা মুক্তা বেগম, সাংবাদিক সাব্বির আলম সেন্টু, স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন প্রমুখ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।