বুধবার, ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
আমাদের কাজ হলো ঘরে ঘরে যাওয়া, ধানের শীষে ভোট চাওয়া, নির্বাচনের প্রস্তুতি নেওয়া: মাসুদুজ্জামান  শহরে ট্যাক্সি স্ট্যান্ডে টিপুর উপস্থিতিতে দু’পক্ষের হাতাহাতি ফতুল্লায় ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা বিএনপি ক্ষমতা চায় না; বিএনপি চায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে জনগণের সেবা করতে: খোরশেদ আমরা যারা সরকারি চাকরি করছি, মানুষের আস্থার জায়গা তৈরি করতে পারছি না: ডিসি যুবদলই আগামী দিনের মানবিক বাংলাদেশ গড়ার অগ্রদূত: মান্নান প্রতিযোগিতা আইনটি সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে সিন্ডিকেট ও কার্টেল কার্যক্রম বন্ধ হবে: আখতারুজ্জামান  আত্মকর্মসংস্থানের লক্ষ্যে যুব উন্নয়নের বিউটিফিকেশন কোর্স উদ্বোধন করলো মানব কল্যাণ পরিষদ পি আর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে ফ্যাসিবাদ তৈরি হবে না: মুফতি মাসুম বিল্লাহ আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই ঐক্যবদ্ধ: মাসুদুজ্জামান মাসুদ 

আমরা যারা সরকারি চাকরি করছি, মানুষের আস্থার জায়গা তৈরি করতে পারছি না: ডিসি

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, “সরকার একটি টেকসই বাজার ব্যবস্থা করতে যাচ্ছে, যেখানে কেউ কোনভাবে প্রতারিত হবে না এবং সকলের জন্য সমান অধিকার থাকবে। এই ব্যবস্থা আমরা তৈরি করতে চাই। সেক্ষেত্রে শুধু আইন প্রয়োগের মাধ্যমে সেটি সম্ভব নয়, যদিও আমরা আইন অমান্য ও কোন অপরাধ করলে আইন প্রয়োগ করে থাকি।”

মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতিযোগিতা কমিশন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, “শুধু বড় বড় ব্যবসায়ী বা প্রতিষ্ঠানগুলোই সিন্ডিকেট করছে না, যেখানে সুযোগ আছে তারা চেষ্টা করছে, আর সুযোগ না পেলে ভিন্ন চিত্র দেখা যায়। আমরা চাই কারো কাছে কোন সিন্ডিকেট থাকবে না এবং সকলের আস্থার জায়গা তৈরি হবে। আমরা যারা সরকারি চাকরি করছি, মানুষের আস্থার জায়গা তৈরি করতে পারছি না। মানুষ মনে করে না যে, এখানে গেলে তার সমস্যার সমাধান হবে। আমাদের এ আস্থা তৈরি করতে হবে।”

তিনি আরও জানান, কাঁচা বাজারে সিন্ডিকেটের মাধ্যমে দাম বৃদ্ধি করা হচ্ছে। “কৃষকের মাঠ থেকে তাজা সবজি এনে এখানে চড়া দামে বিক্রি হচ্ছে। সার্বিক বিষয়গুলো নজরদারি করলে আমাদের উদ্দেশ্য বাস্তবায়ন সম্ভব হবে।”

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য ড. মো. আখতারুজ্জামান তালুকদার, পরিচালক (উপসচিব) মোহাম্মদ ইকতিদার আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাঈমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা, সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আ. মান্নান মিয়া, জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক আ. জা. মু. আহসান শহীদ সরকারসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।