মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
দেশকে বাঁচাতে হলে আইনের শাসন ফিরিয়ে আনতে হবে: আহবায়ক মামুন মাহমুদ  আপনি কোনো ব্যক্তিকে ভোট দিবেন না, ধানের শীষে ভোট দিবেন: অ্যাড. সাখাওয়াত  বিএনপি নির্বাচিত হলে শিক্ষকদের সব সমস্যা দূর করা হবে: কাজী মনির সিদ্ধিরগঞ্জে সেভেন স্টার এরিনা স্পোর্টস জোন”র আনুষ্ঠানিক উদ্বোধন নারায়ণগঞ্জের মনোনয়ন প্রত্যাশীরা গুলশান কার্যালয়ে, ঐক্যবদ্ধের নির্দেশ  শহরের খানপুরে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যা আমার একমাত্র ছেলে আবুল কাউছার আশাকে বন্দরবাসীর জন্য দান করে দিলাম: অ্যাড. কালাম বন্দরে খেয়াঘাটে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র, আহত ৫ জন মাসুদুজ্জামান মাসুদের পক্ষে ১৩ নং ওয়ার্ড ৩১ দফা নিয়ে আনু’র গণসংযোগ ও লিফলেট বিতরণ  তথ্য মানসম্মত না হলে সমাজে-রাষ্ট্রে ঝামেলা সৃষ্টি হয়: ডিসি জাহিদুল ইসলাম 

আপনি কোনো ব্যক্তিকে ভোট দিবেন না, ধানের শীষে ভোট দিবেন: অ্যাড. সাখাওয়াত 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, ৩১ দফার মাধ্যমে আমরা বাংলাদেশে একটি অভূতপূর্ব সংস্কার করতে চাই। সেটি হলো রাষ্ট্রকাঠামো সংস্কার। এদেশে গণতান্ত্রিক পরিবেশ এমন হবে জনগণ সব সময় তার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। সেটা যে দলের প্রার্থীই হোক। সেই অবস্থা থেকে দেশকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য একটি দল যারা দাঁড়িপাল্লা নিয়া আসছে। তারা এখন বলে যে তারা পিআর পদ্ধতি চায়। পিআর পদ্ধতি হলো আপনি কোনো ব্যক্তিকে ভোট দিবেন না,ধানের শীষে ভোট দিবেন। আপনাদের এমপি নিয়োগ করে দিবে। সে সাতক্ষীরাও হতে পারে রংপুরেরও ব্যক্তিও হতে পারে। দল যাকে পছন্দ করে দিবে সেই এখানে এমপি হবে। আপনারা কি সেটা চান? আমরা চাই পরীক্ষিত ব্যক্তিকে যারা আপনাদের পাশে থাকবে, বিএনপি সব সময় জনগণের রাজনীতি করে, জনগণই সকল ক্ষমতার উৎস।

তিনি বলেন, বন্দর একটি শান্তিপূর্ন এলাকা। কিন্তু গত ১৫ বছর বন্দরের মানুষ অনেক চাঁদাবাজির শিকার হয়েছে, অশান্তির শিকার হয়েছে। অনেকের সম্পত্তি দখল করেছে আওয়ামী দোসররা। সেই অবস্থা আবারো বাংলাদেশে হতে দেওয়া যাবেনা। যারা বিএনপি করেন তারা যেন ওই আওয়ামী লীগে পদাঙ্ক অনুসরণ না করেন। সেই রকম করলে তার স্থান বিএনপিতে হবেনা। আমাদের নেতা তারেক রহমান ৫ তারিখের পর যাদের পাখা গজিয়েছিল এমন ৬ হাজার জনকে বহিষ্কার করেছে। যদি বিএনপি ক্ষমতায় থাকতো তাহলে তাদের গ্রেপ্তারও করতো জেলেও নিতো। সুতরাং বিএনপি করলেই পাড় পাওয়া যাবেনা। অন্যায় করলে সাজা হবে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে। আইনের চোখে সবাই সমান। যে অন্যায় করবে সেই সাজা পাবে। গতকাল সোমবার বিকেলে ২৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মীসভা শেষে তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।

তিনি আরো বলেন, যে সময় আওয়ামী লীগ বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে তছনছ করে দিয়েছে।  সে সময় আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা উপস্থাপন করেছিলেন। সে সময়ে দেশে কোন আইনের শাসন ছিলনা। ছিল আওয়ামী লীগে প্রভাব। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনা তার গোষ্ঠি সহ বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। মন্ত্রী পরিষদের সবাই, ৩০০ এমপি সবাই পালিয়েছে। আওয়ামী লীগের নেতারা ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে। এক বিলিয়ন সমান বাংলাদেশের সাড়ে ১২হাজার কোটি টাকা। তাহলে কত টাকা হতে পারে আপনারা জানেন। এ টাকা জনগণের টাকা, রাষ্ট্রের টাকা। সেই টাকা তারা বিদেশে পাচার করেছে। আওয়ামী লীগের একজন মন্ত্রীরই লন্ডনে ৬৩২টি বাড়ি। কি পরিমাণ লুটপাট করলে এতো টাকা পাচার করতে পারে। সে অবস্থা থেকে দেশ আজকে মুক্ত হয়েছে, গণতন্ত্রের দিকে হাটছে। টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে একমাত্র বিএনপি। ২০০৭ সাল থেকে ২০২৪ পর্যন্ত বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পেছনে শেখ হাসিনা কোটি কোটি টাকা খরচ করেছেন যে তাদের দুর্নীতির কিছু বের করা যায় কিনা। বেগম জিয়া বিরুদ্ধে একটি দুর্নীতি বের করেছে জিয়া ট্রাস্টে সৌদির একজন ২ কোটি টাকা দান করেছিলো। এটিকে পুজি করে বেগম খালেদা জিয়াকে ৬ বছর জেলা খাটিয়েছেন। তাহলে শেখ হাসিনাকে এতো টাকা চুরির জন্য কত বছর হায়াত প্রয়োজন হবে।  আর ২ হাজার মানুষকে যে হত্যা করলো তার জন্য কি হবে, এটা জনগণ বিচার করবে।

কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। আরো উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ আহম্মেদ, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।