নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের পক্ষে নির্বাচনে কাজ করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ফতুল্লার জালকুড়িতে জুলাই শহীদ কিশোর আদিলের বাড়িতে যান হাসনাত। সেখানে শহীদ পরিবারের সঙ্গে কথা বলেন তিনি।
পরে এলাকায় গণভোটের প্রচারণায় অংশ নেন হাসনাত এবং কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। ওই সময় তিনি আসনটিতে দলের প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “আল আমিন ভাই আপনাদের সন্তান। সন্তানকে কীভাবে সফল করবেন সে দায়িত্ব আপনাদের। আপনাদের সন্তানের দায়িত্ব আপনাদের নিতে হবে।”
তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জের সন্তান অ্যাডভোকেট আল আমিন ভাই। সন্তান কীভাবে বাবা-মার মুখ উজ্জ্বল করবে সে দায়িত্ব সন্তানের। আপনাদের সন্তান আপনাদের কাছে আছে, আপনারা কীভাবে সফল করবেন এটা নিয়ে আপনারা কাজ করবেন।”
গণভোটে ‘হ্যা’ দেওয়ার আহ্বান জানিয়ে এনসিপির এ নেতা বলেন, “আমরা দুর্নীতিমুক্ত, চাদাঁবাজমুক্ত বাংলাদেশ চাই। আমাদের প্রথম ভোট হোক হ্যা ভোটের পক্ষে।”
Leave a Reply