শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ভাষা শহীদদের প্রতি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন  সোনারগাঁয়ে ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আওয়ামীলীগ ও যুবলীগের ২ সদস্য গ্রেপ্তার  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদের প্রতি মহানগর বিএনপির শ্রদ্ধা  ভাষা শহীদদের প্রতি ছাত্র ফেডারেশনের শ্রদ্ধা  ভাষা শহীদ দিবসে জেলা ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলি সোনারগাঁয়ে আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে ভাষা শহীদদের শ্রদ্ধা  একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা’য় বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব নারায়ণগঞ্জ  মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের জন্য দোয়া ও মোনাজাতে জামায়াতে ইসলামী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নাঃগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যুবদল নেতা বাদশা খাঁনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা 

আদমজী ইপিজেডের গার্মেন্টসে চিকিৎসার অভাবে নারী শ্রমিকে মৃত্যু, শ্রমিকদের বিক্ষোভ 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : ছুটি চেয়ে ছুটি না পেয়ে চিকিৎসার অভাবে লিজা আক্তার (২৪) নামের এক অসুস্থ শ্রমিকের মৃত্যুর অভিযোগ তুলে আন্দোলন ও বিক্ষোভ করেছে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের গার্মেন্টস শ্রমিকরা।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল হতে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত আন্দোলন ও বিক্ষোভ করেন শ্রমিকরা।

জানা গেছে, আদমজী ইপিজেডের অনন্ত এ্যাপারেলস্ নামক গার্মেন্টসে কর্মরত নারী শ্রমিক লিজা গত মঙ্গলবার কাজ করাকালীন সময়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হওয়া সত্বেও গার্মেন্টস কর্তৃপক্ষ তাকে চিকিৎসা সেবা নিতে ছুটি দিতে অসম্মতি জানান। এরপর ওই শ্রমিক ধারাবাহিকভাবে কাজ করতে থাকা অবস্থায় শরীরের অবনতি ঘটলে রাত ৯ টার পরে তাকে তাৎক্ষতণিক নারায়ণগঞ্জস্থ খানপুর

৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর সহকর্মী শ্রমিকের মৃত্যুর সংবাদের ক্ষোভে বুধবার কর্মরত প্রায় ৫ শতাধিক শ্রমিক কাজ বন্ধ করে গার্মেন্টস প্রাঙ্গণে বিক্ষোভ করেন। আন্দোলনরত শ্রমিকদের মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, অসুস্থ হওয়া সত্বেও লিজাকে দিয়ে কাজ করিয়েছিলেন মালিকপক্ষ। একপর্যায়ে বেশি অসুস্থতা চোখে পড়লে বাধ্য হয়ে হাসপাতালে পাঠান। এই মৃত্যুর বিচার না হওয়ার পর্যন্ত তারা আন্দোলন করে যাবেন বলে হুশিয়ারি দেন।

এ বিষয়ে জানতে অনন্ত এ্যাপারেলসের এডমিন ম্যানেজার নাজমুল হক বলেন, আমরা মৃত শ্রমিককে ছুটি দেইনি এটা পুরোপুরি মিথ্যা। উনি অসুস্থ হওয়ার পরপরই তাকে খানপুর হাসপাতালে পাঠানো হয়েছিল। এরপর সেখানে মৃত্যুবরণ করে। আমরা তার পরিবারের সঙ্গে সারাক্ষণই কথা বলে গেছি এবং তারা গতকাল মরদেহ কুমিল্লায় দাফন করা হবে বলে নিয়ে গেছেন। যাবতীয় খরচও আমরাই বহন করেছি।

আমরা সকালে ফ্যাক্টরিতে মিলাদ পড়ানোর পরই হঠাৎ আন্দোলনে নামে শ্রমিকরা।

পরিস্থিতি এখন স্বাভাবিক। আর আজকের জন্য আমরা ফ্যাক্টরি ছুটি ঘোষণাকরেছি।এ বিষয়ে আদমজী ইপিজেডের (বেপজার) জি.এম মাহবুব আহমেদ সিদ্দিক বলেন, গতকাল

ওই নারী শ্রমিক অসুস্থ হলে তাকে খানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে বলে জেনেছি। অসুস্থ হওয়া সত্বেও মালিক পক্ষ ছুটি দিতে

অসম্মতির অভিযোগ সম্পর্কে আপনি জানেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলে,এই অভিযোগটা আন্দোলনরত শ্রমিকরা করেছেন। এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। আমরা এই বিষয়টা খতিয়ে দেখবো। তদন্ত করা হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।