নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় এক মাদরাসা ছাত্র নিহত হয়েছেন। রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় উপজেলার কালীবাড়ি এলাকায় ওই ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এনায়েত হোসেন।
নিহত শিক্ষার্থীর নাম শিহাব (২৩)। সে আড়াইহাজার উপজেলার শিবপুরে একটি মাদরাসায় পড়াশোনা করতেন।
পুলিশ জানায়, দুপুরে রূপগঞ্জের ভুলতা এলাকায় পরীক্ষা শেষে ফেরার পথে তার মোটরসাইকেলটিকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই সেটি দুমড়েমুচড়ে যায় এবং শিহাব ছিটকে পড়ে তার মাথা থেঁতলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এনায়েত হোসেন জানান, নিহত শিহাব মাদরাসায় পড়ার পাশাপাশি স্থানীয় একটি মসজিদে ইমামতি করতেন।
Leave a Reply