নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আড়াইহাজার উপজেলায় বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে জনমত গঠনে ব্যস্ত সময় পার করছেন। এরই অংশ হিসেবে কালাপাহাড়িয়া ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডে মহিলাদের নিয়ে একাধিক উঠান বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের মা শাহনাজ বেগম। তিনি বিএনপির ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সাধারণ নারীদের মাঝে তুলে ধরেন এবং তাদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।
শাহনাজ বেগম বলেন, বর্তমান সময় দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও আইনের শাসন চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। বিএনপি জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ও রাষ্ট্রকে জনগণের জন্য পুনর্গঠনের যে ৩১ দফা কর্মসূচি দিয়েছে—তা বাস্তবায়নের মধ্য দিয়েই জনগণের মুক্তি আসবে। নারীরাও এই পরিবর্তনের আন্দোলনের গুরুত্বপূর্ণ অংশ।
তিনি উপস্থিত নারীদের আহ্বান জানান, ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে জনমত তৈরিতে এগিয়ে আসতে। তিনি বলেন,
“আজকের এই বৈঠকে আপনারা যে উপস্থিত হয়েছেন, সেটাই প্রমাণ করে নারী সমাজ পরিবর্তনের জন্য প্রস্তুত। ঘরে বসে থাকলে চলবে না, আপনাদের অংশগ্রহণই আমাদের শক্তি।
বৈঠকে স্থানীয় মহিলা নেত্রীবৃন্দসহ বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী নারীরা উৎসাহের সঙ্গে বক্তব্য শোনেন এবং বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।
উঠান বৈঠক শেষে স্থানীয় নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, গ্রামের নারী সমাজ এখন আগের চেয়ে অনেক বেশি রাজনৈতিকভাবে সচেতন। নারীদের এই ইতিবাচক সাড়া আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply