শনিবার, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ-০৫ আসনে এনসিপির গণভোটের প্রার্থী (এম্বাসাডর) মনোনীত হলেন নিরব রায়হান নাগরিকদের জন্য সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য: আল আমিন বিভিন্ন প্রার্থীর লোকজন হুমকি-ধমকি দেওয়া শুরু করেছে: শাহ আলম সিদ্ধিরগঞ্জে গভীর রাতে টিনশেড মার্কেটে অগ্নিকাণ্ড, ৫ দোকান ছাই আমাদের নেতাকর্মীদের ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে: গিয়াসউদ্দিন সোনারগাঁয়ে যৌথ অভিযানে হেরোইন-গাঁজাসহ ১ মাদককারবারী গ্রেপ্তার  যারা ধানের সুবিধা নিয়ে স্বতন্ত্র করে তারা মানুষের পর্যায়ে পরেনা, তারা মোনাফেক : রোকন মদনপুর গেস্টহাউজ থেকে এক নারীসহ ৬ জনকে আটক করেছে সেনাবাহিনী প্রতীক পাওয়ার পর থেকেই মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে: মাকসুদ হোসেন ভোটকে টাকা, সন্ত্রাস ও পেশিশক্তির মাধ্যমে প্রভাবিত করার চেষ্টা করলে জনগণই তা প্রতিহত করবে: আল আমিন

অলি আউলিয়া, গাউছ, কুতুব ও মুর্শিদের স্মরণে মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাসিক ৮ নং ওয়ার্ডে পাকপাঞ্জাতন ও আহলে বায়াতের প্রেমের ধাড়রক তরিকায়ে কাদরিয়া, চিন্তীয়া, মুজাদ্দেদিয়া, নকশা বন্দিয়া ও মাইজ ভাণ্ডারিয়া সহ বিশ্বের সকল অলি আউলিয়া, গাউছ, কুতুব ও মুর্শিদের স্মরণে মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে।

শুক্রবার ( ০১ মার্চ) বাদ জুম্মাহ সিদ্ধিরগঞ্জ নাসিক ৮ নং ওয়ার্ডের আইলপাড়া এনায়েতনগর তিতাস গ্যাস মাঠ সংলগ্ন একটি মাঠে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আইলপাড়া, নতুন আইলপাড়া, এনায়েতনগর এর সুন্নি জনতার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করবেন, হাফেজ মাও. মুফতি ক্বারী মোঃ কামরুজ্জামান, খতিব, হযরত শাহ্ জালাল (রা:) জামে মসজিদ।

উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে ধর্মপ্রাণ মুসুল্লি ভাইদের মোনাজাতে অংশ নেওয়ার আহবান জানিয়ে আয়োজকরা বলেন এখন থেকে প্রতি বছর ১ ই মার্চ পাকপাঞ্জাতন ও আহলে বায়াতের প্রেমের ধাড়রক তরিকায়ে কাদরিয়া, চিন্তীয়া, মুজাদ্দেদিয়া, নকশা বন্দিয়া ও মাইজ ভাণ্ডারিয়া সহ বিশ্বের সকল অলি আউলিয়া, গাউছ, কুতুব ও মুর্শিদের স্মরণে মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হবে।

 

 

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।