নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী দেশের বিভিন্ন স্থান থেকে বীর মুক্তিযোদ্ধা, সংগঠক ও সহযোগীদের ধরে এনে নির্মমভাবে হত্যা করে বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দেয়। সেইসব শহীদদের স্মরণে ফতুল্লার পঞ্চবটি বধ্যভূমিতে শ্রদ্ধা ও দোয়ার আয়োজন করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে পঞ্চবটি বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তারা ও বীর মুক্তিযোদ্ধারা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “পঞ্চবটি বধ্যভূমি একটি বেদনাবিধুর ইতিহাসের নীরব সাক্ষী। বীর মুক্তিযোদ্ধা, তাদের পরিবারের সদস্য, সংগঠক, সহযোগী এবং শহীদ বুদ্ধিজীবীদের অনেককেই বিভিন্ন স্থান থেকে হত্যা করে এখানে এনে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়া হয়েছিল। পরবর্তীতে তাদের মরদেহ এখানে ভেসে উঠত। ঘটনাগুলো অত্যন্ত হৃদয়বিদারক।”
তিনি আরও বলেন, “অগণিত ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। সুতরাং স্বাধীনতাকে কোনোভাবেই অমর্যাদা করা যায় না। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও স্বাধীনতাকে সম্মানিত রাখার জন্য জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. ফয়েজ উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, সদস্য সচিব নুর আলম মিয়া এবং বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন মোল্লা প্রমুখ।
Leave a Reply