সোমবার, ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
র‌্যাবকে লক্ষ্য করে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে এক নারী গুলিবিদ্ধ  ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামানের বিরুদ্ধে মনোনয়ন বঞ্চিতরা বিদ্রোহের আভাস দিলেও সাড়া পাচ্ছেন না তৃণমূলে তারেক রহমানের নির্দেশনা মানলেন না শীর্ষ নেতৃত্ব ও মনোনয়ন বঞ্চিতরা পাঁচ আসনে বিভিন্নভাবে আমরা বিভিন্ন অপচেষ্টার সম্মুখীন হচ্ছি:  মাসুদুজ্জামান  জেলা বিএনপির আহবায়ক মামুন মাহমুদে ব্যানার ফেস্টুনে আগুন, গ্রেপ্তার ১ জন সিদ্ধিরগঞ্জে কোন চাঁদাবাজ, ভূমিদস্যু ঠাঁই পাবে না: মান্নান চলতি নভেম্বর মাসের মধ্যেই সাংবাদিক সুরক্ষা আইন পাস হবে: : এ কে এম আব্দুল হাকিম আড়াইহাজারে ‘জয়বাংলাা আওয়ামীগ-বিএনপির হামলা ও ভাঙচুর, আহত ৭ শেখ হাসিনা বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন: এড. সাখাওয়াত  সাবেক কাউন্সিলর খোরশেদকে সঙ্গে নিয়ে ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামানের গণসংযোগ 

সোনারগাঁয়ে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় ধর্ষককে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সোনারগাঁয়ে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় হাবিবুর রহমান হাবু নামের একজনকে ঝিনাইদহ থেকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-১১। এর আগে ১০ মার্চ ঝিনাইদহ জেলার সদরের গোয়ালপাড়া এলাকা থেকে র‌্যাব-৬ এর সহযোগিতায় তাকে আটক করা হয়।

আটককৃত হাবিবুর রহমান হাবু (৪২) হলেন সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের রাউৎগাও এলাকার আতশ আলীর ছেলে।

মামলার বরাতে র‌্যাব জানায়, ‘ভিকটিম একজন প্রতিবন্ধী তরুণী হলেও সে কথাবার্তা বলতে পারে এবং নিজে এলাকায় চলাফেরা করতে পারে। প্রতিদিনের মত গত ২২ ফেব্রুয়ারী, ২০২৫ ইং তারিখ দুপুর অনুমান ১ টায় ভিকটিম তার পেচাইন গ্রামের নিজ বাড়ী হতে রাউৎগাও যাওয়ার পথে আসামী হাবিবুর রহমান হাবুর বাড়ীর সামনে পৌছলে আসামী ভিকটিমকে ডেকে তার বসত ঘরে নিয়ে যায়। এরপর দরজা বন্ধ করে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিম যাতে ধর্ষণের বিষয়ে কাউকে কিছু না বলে তাই আসামী তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ভিকটিমকে ছেড়ে দেয়। এরই প্রেক্ষিতে ভিকটিমের মা রুমি আক্তার বাদী হয়ে হাবিবুর রহমান হাবুর বিরুদ্ধে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি রুজু হওয়ার পর আসামী হাবিবুর রহমান হাবু’কে গ্রেফতারের জন্য র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাব-৬ এর সহযোগিতায় ঝিনাইদহ থেকে ১০ মার্চ আটক করা হয়। আটককৃত হাবুকে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।’

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।