বৃহস্পতিবার, ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সোনারগাঁয়ে পৃথক দুটি স্থান থেকে অজ্ঞাত দুই যুবকের লাশ উদ্ধার রাষ্ট্রের সম্পদ ও অর্থ যেন অপচয় বা অপব্যবহার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে– ডিসি জাহিদুল ইসলাম সোনারগাঁওয়ে স্বামী আকাশ ও শাশুড়ীর নির্যাতনের শিকার নাসিমা ; ন্যায় বিচারের আকুতি বন্দর উপজেলায় মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন সিদ্ধিরগঞ্জে মতির ঘনিষ্ট সহযোগিদের অবৈধ ড্রেজারে জনদুর্ভোগ, ক্ষোভ সিদ্ধিরগঞ্জে রয়্যাল টোব্যাকো ফ্যাক্টরিকে ৫ লক্ষ টাকা জরিমানা,ফ্যাক্টরি সিলগালা ভূমি জরিপ কার্যক্রমে ডিজিটাল অগ্রযাত্রা: নারায়ণগঞ্জে EDLMS প্রকল্পভিত্তিক সচেতনতামূলক সেমিনার সিদ্ধিরগঞ্জে শেখ হাসিনাসহ ৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা বহিস্কৃত নেতা রিয়াদ চৌধুরী বিরুদ্ধে চাঁদাবাজির আরেকটি মামলা দায়ের বন্দরে মোটরসাইকেল দুর্ঘটনায় তোলারাম কলেজের ছাত্রী নিহত

সোনারগাঁওয়ে স্বামী আকাশ ও শাশুড়ীর নির্যাতনের শিকার নাসিমা ; ন্যায় বিচারের আকুতি

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

নিজস্ব প্রতিনিধি- নারায়ণগঞ্জ জেলা’র সোনারগাঁও থানাধীন বারগাও এলাকার লিটন মিয়া’র পুত্র আকাশ(৩০) এর সাথে ঢাকা’র শনির আখড়া এলাকার নাসিমা (২৩) বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সংসার জীবনে পুত্র ইয়াছিন (৫) ও কন্যা রোকেয়া (২.৫) এর জন্ম হয়। আকাশ পেশাগত ভাবে পরিবহনে চাকুরী করেন। কিন্তু চাকরির কোন টাকা পয়সা স্ত্রী সন্তানের জন্য খরচ না করে আকাশ মাদক ও জুয়ার নেশায় আসক্ত হয়ে সব টাকা খরচ করে ফেলে। তার এ অসামাজিক কাজের জন্য স্ত্রী নাসিমা সংসারের খরচ চালাতে হিমসিম খেয়ে থাকে। তারপরও সংসারের শান্তির কথা ভেবে চুপ করে থাকে। কিন্তু নেশাগ্রস্ত আকাশ তার উপার্জিত সব টাকা খরচ করে তার স্ত্রী নাসিমাকে বার বার তার পিতার কাছ থেকে টাকা এনে দিতে বলে। হতদরিদ্র পিতা মেয়ের কথা চিন্তা করে যতটুকু পারে সেটুকু টাকা দিয়ে সহযোগিতা করে থাকে। এতেও আকাশ খুশি না হয়ে তার পিতা মাতার সোনারগাঁও বাড়িতে গিয়ে দিন যাপন করতে থাকে। প্রায় সময় আকাশ এমন ঘটনা ঘটাতে থাকে এবং নাসিমা সোনারগাঁও গিয়ে আকাশকে শনির আখড়া ভাড়াটিয়া বাসায় নিয়ে আসে। গত কিছুদিন আগে আকাশ ঘড় ভাড়া ও সংসারের খরচ না দিয়ে সোনারগাঁও তার বাবার বাসায় চলে যায়। আকাশের সাথে নাসিমা দেখা করতে গেলে আকাশ ও তার মা অথাৎ নাসিমার শাশুড়ী এর সহ বহিরাগত লোক ডেকে নিয়ে এসে নাসিমাকে বেদম মারধোর করে রক্তাক্ত জখম করে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে নাসিমাকে বেড় করে দেয় বলে অভিযোগ উঠে এসেছে। নাসিমা ন্যায় বিচারের আশায় এলাকার মাতবর ও সোনারগাঁও থানায় অভিযোগ করে কোন প্রতিকার না পাওয়াতে মানসিক ভাবে ভেঙে পড়েছে।

ভুক্ত ভোগী নাসিমা তার বক্তব্যে বলেন,

 

আমাদের দাম্পত্য জীবনে ১ ছেলে ‘ইয়াছিন (৫) ১ মেয়ে রোকেয়া (২.৫) সুখেই বসবাস করে আসছিলাম। বিয়ের ২ বছর পর আমার স্বামী অবাধ্য হইয়া উচ্ছৃঙ্খল ভাবে চলাফেরা করে, মাদক এর সাথে পুরো পুরি যুক্ত। সে মাদক সেবন করে আমি তাহাকে মাদক সেবন না করার জন্য অনুরোধ করিলে তাহার সহিত আমার বিরুধের সৃষ্টি হয়। আমার স্বামী আমার কাছ থেকে মাদক সেবন করার জন্য টাকা চায়। তিনি যৌতুক দাবি করিলে আমি যৌতুক বাবদ ৩,০০,০০০ /- (তিন লক্ষ টাকা) আমার বাবার বাড়ির কিস্তি থেকে উঠাইয়া দেই। পরবর্তিতে আমার স্বামী আকাশ গত ইং ১৪-০৪-২০২৫ তারিখ এ মাদক সেবন করে আমাকে বলে যে আবার আমার বাবার বাড়ির থেকে তাকে টাকা এনে দেওয়ার জন্য বলে। আমি আসামির কথায় অপারকতা জানাইলে আকাশ আমাদের (কাউসার মিয়ার ভাড়াটিয়া) শনি আখড়া বাসা থেকে তার বাবার বাসা বারগাও কাচপুরে চলে আসে। উক্ত সময়ে আমার বাড়িওয়ালা ভাড়া চাইলে আমি আমার শশুর বাড়ি ঘর ভাড়ার টাকার জন্য যাই। আমাকে দেখে আমার শশুর বাড়ির লোকজন জানতে চায় যৌতুক এর টাকা নিয়া আসছি কিনা ।আমি তাদের কথায় অপারকতা জানাইলে সন্ধ্যা ৫.৩০ ঘটিকায় সোনারগা থানাধিন বারগাও আমার শাশুরির নিজ বাড়ির উঠানে আমার স্বামী আকাশ সহ আমার শাশুড়ী ও বহিরাগত ৫/৭ জন আমাকে চুল টেনে কিল, ঘুষি, লাথি, মারে এবং আমার গলায় ওড়না পেচাইয়া গলায় ধরে। জাকির তার হাতে থাকা লাঠি দিয়ে আমার পায়ে সজোরে আঘাত করে যার ফলে আমার পা রক্তাক্ত যখম হয়। মার খেয়ে আমি মাটিতে পড়ে গেলে আলেয়া বেগম সহ ইদ্দিসা খাতুন আমাকে বাড়ি থেকে রাস্তায় ফেলে দিয়ে আসে। পরর্বতিতে রাস্তা থেকে এলাকা বাসি আমাকে উদ্বার করে। সোনার গা সাস্থ্য কর্মপেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা করে আমার পরিবারের নিকট আসি। পরবর্তীতে স্থানীয় লোকজন সহ গন্যমান্য ব্যক্তিবর্গদের ঘটনা জানাইয়া সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।