মঙ্গলবার, ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাসুদুজ্জামান মাসুদ  মেট্রোরেলে দূর্ঘটনায় নিহত আবুল কালামের পরিবারের পাশে জামায়াত  মাত্র ১১২ টাকায় ১৪ জনের সরকারি চাকরি,  অসম্ভবকে সম্ভব করলেন ডিসি জাহিদুল  শামীম ওসমানের আয়কর নথি জব্দের আদেশ আদালতের সাংবাদিক শিপন ও শাওনের মায়ের রুহের মাগফিরাত কামনা দোয়া নারায়ণগঞ্জের ১, ২, ৩ ও ৫ আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন টিকেট মাসুদুজ্জামান মাসুদের পক্ষে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ  কৃষকরা কিন্তু আজও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভুলতে পারে নাই: এড. সাখাওয়াত  যারা দাড়ি-টুপি পরেও মানুষকে ধোঁকা দেয়, তাদের ভোট দেয়া নাজায়েজ: মুফতি কাসেমী দেশে মানবাধিকার এবং আইনের শাসন থেকে শুরু করে ভোটার অধিকার প্রতিষ্ঠিত করব: এড. সাখাওয়াত

সিদ্ধিরগঞ্জে প্রবাসীর বাড়ী নির্মাণ কাজে বাধাঁ, লেভারদের মারধর

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জ থানার নাসিক ৩নং ওয়ার্ড নিমাইকাশারী মৌচাক ক্যানালপাড় এলাকায় প্রবাসী দুলালের বসত বাড়ী নির্মাণ কাজে বাধাঁ ও লেভারদের মারধর করেন একই এলাকার বিএনপি নেতা নীল মিয়ার ছেলে আফজাল হোসেন ও তার সহযোগিরা।

 

এ ব্যাপারে থানায় প্রবাসী দুলালের স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি তদন্ত করেন সিদ্ধিরগঞ্জ থানার উপ- পরিদর্শক মোশারফ হোসেন। ঘটনাটি ঘটে থানার নিমাইকাশারী মৌচাক ক্যানালপাড় এলাকায় গত ২৫’মে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার নাসিক ৩নং ওয়ার্ড নিমাইকাশারী মৌচাক ক্যানালপাড় এলাকায় প্রবাসী দুলালের বসত বাড়ী। উক্ত বসত বাড়ীতে নির্মান কাজ চলছিল। গত ২৫’মে সোমবার বেলা ২’টায় একই এলাকার বিএনপি নেতা নীল মিয়ার ছেলে আফজাল হোসেন, মৃত সলিম উদ্দিনের ছেলে নীল মিয়া, মৃত লটো মিয়ার ছেলে মহসীনসহ আরো ৫’জন জমিটি নিজেদের দাবী করে এবং নির্মাণ কাজে বাধাঁ দেয়।

 

এসময় তাদের হাতে থাকা লাঠি সোটা দিয়ে লেভারদের মারধর করে। এতে লেভাররা আহত হলে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। হামলাকারীরা প্রবাসী দুলারের বাড়ীতে থাকা স্ত্রী মনোয়ারা বেগমসহ সবাইকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি দিয়ে চলে যায়। পরে প্রবাসী দুলালের স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

 

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মোশারফ হোসেন বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, উভয়কে আইন-শৃঙ্খলা বজায় রাখতে বলা হয়েছে।

 

অভিযোগকারী মনোয়ারা বেগম বলেন, আফজাল কোন জমি পাবেনা, স্থানীয় ক্ষমতাবলে জোরজবরদস্তি করে আমাদের জমি দখল করতে চায়।

 

এ ব্যাপারে বিএনপি নেতা আফজাল হোসেন বলেন, এ জমি থেকে আমি ২’শতাংশ বায়না করেছি সেমতে আমি বায়না সূত্রে এ জমির মালিক। তারা আমার জায়গায় নির্মাণ কাজ চালাচ্ছিল বলে আমি নির্মান কাজে বাধাঁ দেই ও থানায় লিখিত অভিযোগ দায়ের করি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।