বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সোনারগাঁয়ে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় অয়ন গ্রেফতার  ব্যানার, ফেস্টুন ও পোস্টার ৪৮ ঘন্টার মধ্যে অপসারণের নির্দেশ  ব্যানার ও ফেস্টুন অপসারণের মধ্যে দিয়ে গ্রীন এন্ড ক্লিন শহর পরিকল্পনার বাস্তবায়ন শুরু-ডিসি নিহত ছাত্রদল কর্মী অপূর্বের পরিবারকে তারেক রহমানের ফোন, দিলেন সান্ত্বনা  বিএনপি নেতাকে পিটিয়ে থানায় দিলেন প্রতিপক্ষ বিএনপির নেতাকর্মীরা  সিদ্ধিরগঞ্জে গ্যাস বিস্ফোরণের ঘটনায় স্ত্রী-সন্তানের পর সোহাগের মৃত্যু  সোনারগাঁয়ে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় ধর্ষককে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার  ফতুল্লায় কাভার্ডভ্যানের চাপায় এক গার্মেন্টস শ্রমিক নিহত বিএনপি’র দুগ্রুপের সংঘর্ষে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক তোফাজ্জল গুরুতর আহত ও জাকিরের মোটরসাইলে অগ্নি সংযোগ ধর্ষণ, নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল

সিদ্ধিরগঞ্জে গ্যাস বিস্ফোরণের ঘটনায় স্ত্রী-সন্তানের পর সোহাগের মৃত্যু 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সিদ্ধিরগঞ্জের ঘরে জমা গ্যাস বিস্ফোরণের ঘটনায় সোহাগ নামের আরও একজনের মৃত্যু হয়েছে৷ এ ঘটনায় মৃতের সংখ্যা দাড়িয়েছে ৪ জন৷ মঙ্গলবার (১১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। এর আগে একই দিনগত রাত দেড়টার দিকে মারা যান সোহাগ (২৩) নামের ওই পোশাক শ্রমিক৷

নিহত পোশাক শ্রমিক সোহাগ তার স্ত্রী, কন্যাকে নিয়ে সিদ্ধিরগঞ্জের ধনকুন্ডা এলাকায় বাসবাস করতেন৷

আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানায়, নিহত সোহাগের শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল এবং তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। এর আগে গত রোববার তার স্ত্রী পোশাক শ্রমিক রূপালী ও শনিবার দেড় বছরের শিশু কন্যা সুমাইয়া ও রিকশাচালক মো. হান্নান (৪০) একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান৷

প্রসঙ্গত, গত ৩ মার্চ সিদ্ধিরগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে পাশাপাশি দুটি ঘরে জমে গ্যাস। এরপর গ্যাস বিস্ফোরণের আগুনে দু’টি পরিবারের মোট আটজন সদস্য দগ্ধ হন৷ এ ঘটনায় নিহত হান্নানের স্ত্রী পোশাক শ্রমিক নূরজাহান আক্তার লাকি (৩০), তাদের সন্তান জান্নাত (৩), সামিয়া (৯) ও সাব্বির (১৬) এখনও বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন৷

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।