নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। নিহত ওই কিশোরের নাম ইয়াসিন (১৭)।
শনিবার দিবাগত রাত সারে ৯ টার দিকে সিদ্ধিরগঞ্জের লাকি বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।এ ঘটনায় রমজান ও সানিসহ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
নিহত ইয়াসিন ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বরুয়া গ্রামের শহিদুলের ছেলে। বর্তমানে নাসিক ৮ নং ওয়ার্ডের এনায়েতনগর মৃত আশোক আলী মাস্তানের বাড়ির ভাড়াটিয়া।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীনুর আলম জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply