বুধবার, ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
যানজট নিরসনে জেলা প্রশাসকের সঙ্গে চেম্বার অব কমার্সের নেতৃত্বে সভা আপনার শহর আপনি দায়িত্ব নেন, আমরা আপনার পাশে আছি: মাসুদুজ্জামান মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়াকে শ্রেষ্ঠ যুব সংগঠকের পুরস্কার তুলে দিলেন জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে দুই হাজার ইয়াবা পাচারকালে নারীসহ দুই ব্যবসায়ী গ্রেফতার ফতুল্লায় ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক খামারির মৃত্যু  সোনারগাঁয়ে ইউপি সদস্যসহ ৬ ডাকাত গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার  আমাদের জীবনে সফলতা আসে, কিন্তু আমরা কতোজন স্বার্থক হয়েছি: মাশফাকুর রহমান বন্দরে ঝগড়া থামাতে গিয়ে নাতিন জামাইয়ের লাঠির আঘাতে দাদি শাশুড়ির মৃত্যু  ফতুল্লায় নিষিদ্ধ পলিথিন বাজারজাত করায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা নারায়ণগঞ্জে সরকারি কর্মচারী নিহতের পরিবার এবং আহতদের আর্থিক অনুদান প্রদানে জেলা প্রশাসক

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে সাংবাদিক সমাজের মানববন্ধন ও বিক্ষোভ 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা, একই দিনে সাংবাদিক আনোয়ার হোসেনের ওপর হামলা এবং সারা দেশে সাংবাদিকদের ওপর নিয়মিত হামলা-মামলা ও নিপীড়নের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সর্বস্তরের সাংবাদিক সমাজ।

শনিবার (৯ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ‘নারায়ণগঞ্জ তরুণ সাংবাদিক সমাজের’ উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, “এটি কি নতুন বাংলাদেশে পরিণত হচ্ছে? যেখানে সাংবাদিকরা সবচেয়ে বেশি হামলা, মামলা ও নিপীড়নের শিকার হচ্ছেন? গণঅভ্যুত্থানের পর কেন সাংবাদিকরা টার্গেট হচ্ছেন?” বক্তারা সাংবাদিক তুহিন হত্যার মতো বর্বরোচিত ঘটনার দোষীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ ফাঁসি কার্যকর করার দাবি জানান। একইসঙ্গে তারা সাংবাদিক আনোয়ার হোসেনের ওপর হামলাকারীদেরও দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকরা নানা রকম হুমকি, হামলা ও হয়রানির শিকার হচ্ছেন। সত্য ও ন্যায়ের পথে কলম ধরলেই হামলা, মামলা ও নির্যাতন যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থা চলতে থাকলে স্বাধীন গণমাধ্যমের অস্তিত্বই বিপন্ন হবে। তাই সাংবাদিকদের নিরাপত্তা ও কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের কাছে জোর দাবি জানানো হয়।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এই কর্মসূচিতে নারায়ণগঞ্জের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন, সিটি প্রেসক্লাবের সাবেক সহসভাপতি উত্তম সাহা, সিটি প্রেসক্লাবের সদস্য নুর হোসেন, নিউজ২৪ নারায়ণগঞ্জের সম্পাদক মিঠুন মিয়া, সাংবাদিক তালহা, এনএএন টিভির প্রতিনিধি মো. সুমন, এসবি ওয়ান সম্পাদক লাবু আহমেদ রাজু, দৈনিক সোজাসাপটা চিফ রিপোর্টার মো. আল আমিন, দৈনিক জনদর্পণ ফটো জার্নালিস্ট নুরুল ইসলাম, নারায়ণগঞ্জ ট্রিবিউন অনলাইন পোর্টালের সাংবাদিক হাবিবুর রহমান লিমন, সময়ের নিউজ অনলাইন পোর্টালের সাংবাদিক মেহেদী হাসান অপূর্ব, নারায়ণগঞ্জ বার্তা ২৪-এর সাংবাদিক আহমেদ আহাদ, নন্দিত টেলিভিশনের মাল্টিমিডিয়া রিপোর্টার মারুফ আলম, দ্য প্রেস নিউজের সাংবাদিক রাকিব হাসান, নারায়ণগঞ্জ বুলেটিনের সাংবাদিক সাহিবজাদা নাসিফ, ক্রাইম সিটি ২৪-এর সাংবাদিক সৌরভ বাপ্পী, মার্চ২৬ডটকম-এর সাংবাদিক আতিকুজ্জামান ভূঁইয়া, নারায়ণগঞ্জ ভিশনের তরুণ সাংবাদিক হাসাইন আহমেদ, নারায়ণগঞ্জ টাইমসের সাংবাদিক সিয়াম, বিপি নিউজের সাংবাদিক দীপ্ত দেবনাথসহ অনেকে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।