শুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,
শিরোনামঃ
দেশের কল্যাণে, মানুষের কল্যাণে বিএনপি কাজ করবে: গিয়াসউদ্দিন  শিশুসন্তানকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা আড়াইহাজারে সাবেক পৌর কাউন্সিলরসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ চকলেট কিনে দেওয়ার লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে দোকানিকে গণপিটুনি দিয়ে পুলিশে দিলো জনতা জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে সংবাদ সম্মেলন করে সিভিল সার্জন  নারায়ণগঞ্জের জালকুড়িতে ফার্নিচারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড শামীম ওসমানের ঘনিষ্ঠজন ফতুল্লা থানা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান গ্রেপ্তার  সমাজ কল্যাণ সমিতি কারো ব্যক্তিগত নেয়: গিয়াসউদ্দিন  নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল 

সমাজ কল্যাণ সমিতি কারো ব্যক্তিগত নেয়: গিয়াসউদ্দিন 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

আপনারা যারা এখানে বাড়িঘর করেছেন তারা ভালো মানুষ। তবে এই সমিতির মাধ্যমে সত্যিকারের কল্যাণ সাধিত হয়নি। কেউ কেউ ব্যবসা করেছে, কেউ প্রভাব খাঁটিয়েছে, সুবিধা নিয়েছে। কিন্তু সার্বজনীন কল্যাণের কথা ভাবা হয়নি। ৫ তারিখের পরিবর্তনের পর কেন এই কমিটি পরিবর্তন হবে? এই সমিতি রাজনীতির জন্য নয়, ব্যবসার জন্যও নয়। তাহলে কেন নেতৃত্ব শূন্যতা দেখা যাচ্ছে? কেউ কি এসে বলেছেন যে, আপনারা সমিতি পরিচালনা করতে পারবেন না।

বুধবার (১২ মার্চ) বিকেলে সিদ্ধিরগঞ্জ হিরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতির সদস্যদের আমন্ত্রণে সৌজন্য সাক্ষাত উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন এসব কথা বলেন।

তিনি বলেন, এমন অভিযোগ আমি পাইনি, আপনারা পেলে জানান। আমি প্রতিদিন এই এলাকায় আসি, কোনো অভিযোগ পাইনি। তাহলে কি ধরে নেওয়া যায় যে, সমিতি গঠনের ক্ষেত্রে কিছু ভুল ছিল? ৫ তারিখে যারা এসে অন্যায়-অত্যাচার করেছে, তারা পালিয়ে গেছে, তাহলে সমিতির কার্যক্রম বন্ধ কেন? সমিতি তো সমাজ কল্যাণ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান গণতান্ত্রিক। এটি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। সকল সদস্যের সমান অধিকার ও মর্যাদা রয়েছে। এটি সরকার কর্তৃক নিবন্ধিত একটি সমিতি। আমি নিজেও একসময় এর সদস্য ছিলাম, কিন্তু হঠাৎ করেই সদস্যপদ হারিয়ে ফেললাম—এটা গণতান্ত্রিক হতে পারে না। সমিতির উদ্দেশ্য সুন্দর সমাজব্যবস্থা গঠন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য আবাসিক এলাকা গড়ে তোলা।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ. হালিম জুলেয়, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি রওশন আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, জেলা তরুণ দলের সভাপতি টি.এইচ. তোফা, সিদ্ধিরগঞ্জ হিরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতির ইউসুফ রশিদ, নুরুল ইসলাম, হারুন-অর-রশীদ, আব্দুল মতিন, আওলাদ, মোহাম্মদ রহিম, কবির হোসেন, আবু তাহের, জুয়েল ও হীরা প্রমুখ।

অনুষ্ঠান শেষে সর্বসম্মতিক্রমে ইউসুফ রশিদকে সভাপতি ও নুরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট হিরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি গঠন করা হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।